Covid19 Update: ৩ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্ক মজুত সত্ত্বেও অক্সিজেনের সমস্যা বেলাঘাটা আইডিতে
৩ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্ক বসানো সত্ত্বেও কেন অক্সিজেন সরবরাহে এই সমস্যা তা নিয়ে উঠছে প্রশ্ন।

কলকাতা: বেলেঘাটা আইডি হাসপাতালে অক্সিজেন সরবরাহে সমস্যা। মঙ্গলবার দুপুরেই জানা যায়, হাসপাতালে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সরবরাহে সমস্যা হচ্ছে। পাইপ লাইন দিয়ে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের সিসিইউ-তে। জানা গিয়েছে, পরিস্থিতি সামালে সিসিইউ-তে জাম্বো সিলিন্ডার রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে।
হাসপাতালে অক্সিজেন সরবরাহে চওড়া ব্যাসার্ধের পাইপলাইন বসানোর ভাবনা শুরু। ১০ টি অক্সিজেন কনসেনট্রেটর আনার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৩ হাজার লিটারের অক্সিজেন ট্যাঙ্ক বসানো সত্ত্বেও কেন অক্সিজেন সরবরাহে এই সমস্যা তা নিয়ে উঠছে প্রশ্ন।






















