কলকাতায় কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত ব্যাঙ্ক আধিকারিক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ
কোভিড-১৯ সংক্রমণে কোথাও আক্রান্ত ব্যাঙ্ক আধিকারিক তো কোথাও স্বাস্থ্যকর্মী, তো কোথাও আবার পুলিশকর্মী।
কলকাতা: কোভিড-১৯ সংক্রমণে কোথাও আক্রান্ত ব্যাঙ্ক আধিকারিক তো কোথাও স্বাস্থ্যকর্মী, তো কোথাও আবার পুলিশকর্মী। কলকাতার বিভিন্ন প্রান্তে করোনা-হানা অব্যাহত। এসবিআই-এর ১ শাখা আধিকারিকের করোনা পজিটিভর খবর মিলেছে। ওই আধিকারিক কাজ করেন প্রমথেশ বড়ুয়া রোড শাখায়। আধিকারিকের রিপোর্ট পজিটিভ আসায় অফিস সিল করে দেওয়া হয়েছে। পুরসভাকে চিঠি লিখে অফিস জীবাণুমুক্ত করার আবেদন করা হয়েছে। আধিকারিকের সহকর্মীদের পাঠানো হল কোয়ারেন্টিনে। এদিকে, বেলেঘাটা আইডি-তে ২ স্বাস্থ্যকর্মী, ১ নার্সের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। গতকাল নমুনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত নার্স খিদিরপুরের বাসিন্দা। ২ স্বাস্থ্যকর্মী থাকেন আইডি-র কর্মী আবাসনে। আবাসনকে জীবাণুমুক্ত করা হয়েছে, দাবি কর্তৃপক্ষের। মুকুন্দপুর আমরির এক চিকিৎসকের রিপোর্টও পজিটিভ। বারাসাতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ওই চিকিৎসকের বাড়ি বারাসাতেরই বিজয়নগরে। অন্যদিকে, কলকাতায় করোনা আক্রান্ত আরও ২ পুলিশকর্মী। একজন আর জি কর মেডিক্যালের ফাঁড়িতে কর্মরত। আক্রান্ত পুলিশ কনস্টেবল বরানগরের বাসিন্দা। বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিলজলা থানার এক পুলিশকর্মীর শরীরেও সংক্রমণ। ভর্তি আলিপুরের বেসরকারি হাসপাতালে। আবার, এদিন সকালেই খবর আসে যে, বিহারে ১৯০ জন পরিযায়ী শ্রমিক করোনা-সংক্রমিত। এঁরা ৪ মে থেকে ১২ মে-র মধ্যে এসেছিলেন বিহারে। বেগুসরাইতে সংক্রমিত ২৬ জন। ভাগলপুরে সংক্রমিত ১৩ জন। রাজধানী পটনায় সংক্রমিত ১১ জন। খাগাড়িয়ায় সংক্রমিত ১০ জন। পশ্চিমবঙ্গ লাগোয়া কিষণগঞ্জে সংক্রমিত ৬ জন।