Deepotsav 2022: অযোধ্যায় দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী, মোদির উপস্থিতিতেই ১৫ লক্ষ প্রদীপ প্রজ্বলন
PM Narendra Modi: সন্ধেয় সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোৎসবে অংশ নেবেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে।
নয়া দিল্লি: দীপাবলি (Deepawali) উপলক্ষ্যে এবার অযোধ্যায় (Ayodhya) সরযূ নদীর দীপোৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী। আজই উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দির দর্শন করাই তাঁর প্রধান উদ্দেশ্য। সেখানে পুজোও করবেন তিনি। ঘুরে দেখবেন প্রকল্প এলাকা।
সন্ধেয় সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার পর, দীপোৎসবে অংশ নেবেন মোদি। এই নিয়ে ষষ্ঠবার দীপোৎসবের আয়োজন করা হয়েছে। এই প্রথম তাতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। দীপোৎসবেএকসঙ্গে ১৫ লক্ষের বেশি প্রদীপ জ্বালানো হবে। ১৬টি ট্যাবলো অংশ নেবে। সরযূ-তীরে হবে বিশেষ থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শো। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদি। নিরাপত্তার জন্যও সব রকম ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এসপিজি দল অযোধ্যায় পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে বিশেষ পরিদর্শনও চলছে। সাকেত কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তৈরি করা হচ্ছে হেলিপ্যাড, যা পরিদর্শনও করেছে এসপিজি-র দল।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানান হয়েছে, মোদি ভগবান শ্রী রামলালার দর্শন ও পুজো করবেন বিকেল ৫টায়। এরপর শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন করবেন। বিকেল ৫.৪৫ নাগাদ তিনি প্রতীকী ভগবান শ্রী রামের রাজ্যভিষেক করবেন এবং সন্ধে ৬.৩০ সময় তিনি নতুন ঘাট, সরযূ নদীতে আরতি দেখতে যাবেন। এরপরে প্রধানমন্ত্রী দীপোৎসবের সূচনা করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
আরও পড়ুন, মহাকাশে ভারতের নয়া কীর্তি, ৩৬টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট
গত বছর রাজকীয় দীপোৎসবের আয়োজন করে যোগী সরকার। সেখানে জ্বালানো হয় ১২ লক্ষ মাটির প্রদীপ। চারিদিক ঝলমলিয়ে ওঠে ঐশ্বরিক সাজে। সর্বাধিক প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) জায়গা করে নিয়েছে অযোধ্যা। এই ১২ লক্ষ প্রদীপের মধ্যে সরযূ-ঘাটেই জ্বালানো হয় ৯ লক্ষ প্রদীপ। এ বছর সেই সংখ্যা আরও ৩ লক্ষ বাড়বে।