Delhi Blast Update: দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
Delhi Bomb Blast Red Fort Metro Gate Closed: দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার ২ টি মেট্রো গেট বন্ধ। মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

নয়াদিল্লি : বিস্ফোরণে কাঁপল রাজধানী। লাল কেল্লা মেট্রোর পাশেই গাড়িতে বিস্ফোরণ। একাধিক মৃত্যু, আহত বহু। দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের জের, লাল কেল্লার ২ টি মেট্রো গেট বন্ধ।
আরও পড়ুন, সন্ত্রাস ফিরল দিল্লিতে, লাল কেল্লার কাছে বিস্ফোরণ, একাধিক মৃত্যু !
লালকেল্লার কাছে বিস্ফোরণ, তিনদিনের জন্য় লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত ASI-এর
দিল্লিতে বিস্ফোরণকাণ্ডের পর, লাল কেল্লা মেট্রো গেট ১ ও ৪ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। পুলিশ না জানানো পর্যন্ত ওই ২ টি গেট বন্ধ থাকবে। ঘটনাস্থল চারিদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ, তদন্ত চলছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, তিনদিনের জন্য় লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্ত ASI-এর । নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ রাখা হয়েছে লালকেল্লা মেট্রো স্টেশন , ঘটনার পর পাহাড়গঞ্জ, দারিয়াগঞ্জের বিভিন্ন হোটেলে তল্লাশি।
হঠাৎই সিগন্যালের লাল আলোর সামনে, ধীর গতিতে এসে দাঁড়াল একটা হুন্ডাই i20 গাড়ি
ভর সন্ধ্যা। দিল্লির লালকেল্লার সামনে তখন চূড়ান্ত ব্যস্ততা। হঠাৎই সিগন্যালের লাল আলোর সামনে, ধীর গতিতে এসে দাঁড়াল একটা হুন্ডাই i20 গাড়ি।তারপরই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ!কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সমস্ত সম্ভাবনা নজরে রেখে গভীরে গিয়ে তদন্ত করা হবে। আলোর ঝলকানি!মুহুর্তে বদলে গেল পরিস্থিতি!ছিন্নভিন্ন দেহ.রক্ত, আহতদের গোঙানি, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, আজ প্রায় ৬টা বেজে ৫২ মিনিটে লাল সিগনালের কাছে, একটি ধীর গতিতে চলা গাড়ি যেটা রেড লাইটের সামনে এসে দাঁড়িয়েছিল। তাতে বিস্ফোরণ হয়। সেই সময় গাড়ির ভিতরে আরোহীরা ছিলেন।
তাহলে কি দিল্লি বিস্ফোরণে RDX ব্য়বহার করা হয়ে থাকতে পারে? উঠছে এই প্রশ্নও
দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। তার কারণ, দিল্লির বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই এই লালকেল্লা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদেবাজেয়াপ্ত হয় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক। এই ঘটনায় ৩ চিকিৎসক-সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের দাবি, দিল্লির বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারীদের অনুমান, লালকেল্লার কাছে বিস্ফোরণে অন্য রকমের কোনও বিস্ফোরক বা কেমিক্যালের ব্যবহার করা হয়ে থাকতে পারে।তাহলে কি দিল্লি বিস্ফোরণে RDX ব্য়বহার করা হয়ে থাকতে পারে? উঠছে এই প্রশ্নও।এরইসঙ্গে লালকেল্লার বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদ মডিউলের সঙ্গে যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।






















