(Source: Poll of Polls)
Delhi-NCR Earthquake: দিল্লিতে ভূমিকম্প, মৃদু কম্পন অনুভূত
রাজধানীতে ভূমিকম্প। সোমবার রাতে দিল্লিতে মৃদু কম্পন অনুভূত হয়।
নয়া দিল্লি : রাজধানীতে ভূমিকম্প। সোমবার রাতে দিল্লিতে মৃদু কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কিছু পরেই ট্যুইটারে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন অনেকে।
আজ রাতে দিল্লি, গুরুগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। রাজধানী ছাড়াও হরিয়ানার ঝাজ্জর জেলায় ভূমিকম্প হয়। আতঙ্কে অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। হরিয়ানার ঝাজ্জরের ১০ কিলোমিটার উত্তরে ছিল এর কেন্দ্রস্থল। রাত ১০টা ৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
কম থেকে মৃদু মাত্রায় ভূমিকম্প হয়। তাই প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছর এপ্রিল এবং অগাস্টের মধ্যে বেশ কয়েকবার মৃদু কম্পন অনুভূত হয় দিল্লিতে। তার পর থেকে ভূমিকম্প নির্ধারণকারী অতিরিক্ত ইনস্ট্ুমেন্ট মোতায়েন করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যা ওই এলাকার কম্পন সংক্রান্ত গতিপ্রকৃতির ওপর নজরদারি চালাবে।