Delhi Earthquake: দিল্লিতে ভূমিকম্প, 'বিশাল আওয়াজ' আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
Delhi Earthquake News: উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। যার কেন্দ্রস্থল ছিল দিল্লি।

নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের ঘটনার মধ্যেই ভোর রাতে কেঁপে উঠল দিল্লি। রাজধানীতে সকাল ৫.৩৬ নাগাদ ভূকম্প অনুভূত হয়। দিল্লি এবং এর সংলগ্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪। গত ২৫ বছরে এমন ঘটনা ঘটেনি বলেই দাবি রাজধানীর বাসিন্দাদের।
দেশে ভূমিকম্পের তৎপরতা পর্যবেক্ষণের জন্য ভারত সরকারের নোডাল সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একটি আপডেটে জানিয়েছে উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। যার কেন্দ্রস্থল ছিল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।
EQ of M: 4.0, On: 17/02/2025 05:36:55 IST, Lat: 28.59 N, Long: 77.16 E, Depth: 5 Km, Location: New Delhi, Delhi.
— National Center for Seismology (@NCS_Earthquake) February 17, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/yG6inf3UnK
জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র দিল্লির ধৌলাকুঁয়া। মাটির ৫ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎস। আগরা, আলওয়ার, মথুরা, মোরাদাবাদ, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন। কম্পনের পরেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ। কম্পনের সঙ্গে শোনা গিয়েছে জোরাল আওয়াজ, দাবি বাসিন্দাদের। হরিয়ানার বেশ কিছু জায়গায় ভূমিকম্প টের পাওয়া গেছে।
গত মাসে, ২৩ জানুয়ারি চিনের জিনজিয়াংয়ে ৮০ কিলোমিটার গভীরে ৭.২ মাত্রার ভূমিকম্পের পর দিল্লি-এনসিআর জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। এর দুই সপ্তাহ আগে, আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পের পর ১১ জানুয়ারি, দিল্লি এবং এনসিআর মৃদু কম্পন অনুভূত হয়েছিল।
দিল্লি এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূকম্পীয় অঞ্চল মানচিত্রের একটি উচ্চ ভূকম্পীয় অঞ্চলে (জোন IV) অবস্থিত রাজধানী। ভূমিকম্পের তীব্রতা এবং হার অনুযায়ী ভারতকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। দিল্লি চুতর্থ ভাগে অবস্থিত অর্থাৎ ''মোটামুটি উচ্চ ভূমিকম্পপ্রবণ"। এর ফলে ভূমিকম্পের ক্ষেত্রে দিল্লি "উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা"। সাধারণত, দিল্লিতে ভূমিকম্প ৫-৬ মাত্রার ভূমিকম্প হয়। তবে, ৭-৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বেশ কয়েকবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















