এক্সপ্লোর
Advertisement
জমা পড়েছে একটিই মনোনয়ন, ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ? যে ১৮টা সিট দিয়েছে, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে! সওয়াল জয়প্রকাশের
বৃহস্পতিবার ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসবেন। থাকবেন বিজেপির জেলা সভাপতিরা। তারপর সহমতের ভিত্তিতে রাজ্য সভাপতি নির্বাচিত হবে। তবে একটিই মাত্র মনোনয়ন জমা পড়ায় রাজ্য সভাপতি পদে ফের দিলীপবাবুর নাম ঘোষণা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে।
কলকাতা: রাজ্য বিজেপির সভাপতি পদে ফের একবার দিলীপ ঘোষের বসা কি কার্যত সময়ের অপেক্ষা? রাজ্য বিজেপি সূত্রে এমনই খবর। বুধবার রাজ্য দফতরে এই পদের জন্য কেবলমাত্র দিলীপবাবুর মনোনয়ন পত্র জমা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।
খড়্গপুরের এমপি দিলীপবাবুর হুমকি-হুঁশিয়ারিতে গত কয়েকদিন ধরে বিতর্ক চরমে। কিন্তু রাজ্য বিজেপির সভাপতি পদে ফের সেই তাঁকেই দেখা যেতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। বুধবার এই পদের মনোনয়ন প্রক্রিয়ার জন্য রাজ্য বিজেপি দফতরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিজেপি সূত্রে দাবি, সেখানে একটিই মনোনয়ন জমা পড়েছে। সেটি দিলীপবাবুর।
বৃহস্পতিবার ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসবেন। থাকবেন বিজেপির জেলা সভাপতিরা। তারপর সহমতের ভিত্তিতে রাজ্য সভাপতি নির্বাচিত হবে। তবে একটিই মাত্র মনোনয়ন জমা পড়ায় রাজ্য সভাপতি পদে ফের দিলীপবাবুর নাম ঘোষণা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে। সূত্রের খবর, একটা সময় পর্যন্ত এই পদের দৌড়ে একাধিক নাম ভাসছিল। তার মধ্যে একটি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। তবে মনোনয়ন পর্বের পর এনিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন কার্যত নিয়মরক্ষার মতো। বলেন, দল দায়িত্ব দিলে নেব। এখন বলে কী হবে। সঙ্গে যোগ করেন, এখন এই উত্তরেরও মূল্য নেই।
বিতর্ক এড়াতে কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা এনিয়ে মুখই খুলতে চাননি। তাঁকে আপনি দায়িত্ব নেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোনও কথা বলব না। অন্যদিকে, দিলীপবাবুর রাজ্য সভাপতি পদে প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হওয়ার পর, রাজ্যস্তরের অনেক নেতাই প্রকাশ্যে তাঁর হয়ে সওয়াল করছেন। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, যে ১৮টা সিট দিয়েছে, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে?
বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শুরু হবে বৈঠক। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মুরলীধর রাও। নির্বাচনের পর তিনিই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement