এক্সপ্লোর
চাকরি খুঁজছেন? রইল কিছু আধ্যাত্মিক পন্থা
আধ্যাত্মিক পথে কীভাবে এর সমাধান হতে পারে, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

| কলকাতা: মহামারীর সময়ে কাজ হারিয়েছেন অনেকে। আবার অনেকে চাকরি খুঁজে হন্যে। আধ্যাত্মিক পথে কীভাবে এর সমাধান হতে পারে, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। কালী মাতা সহায় বিপদে আপদে মা কালী আমাদের রক্ষা করে থাকেন। করোনার সময়ে কার্যক্ষেত্রে নানা সমস্যা চলছে সকলেরই। কাজও গিয়েছে। এমন বিপদে রক্ষা করতে পারেনা মা কালী। তাই সোমবার দিন স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে মা কালীর পায়ে পুজো দিতে হবে। এ রকম ভাবে কম করে সাতটা সোমবার পুজো করলেই মিলবে ফল। ভগবান শিবের পুজো মহাদেব সন্তুষ্ট হলেই সব সমস্যার সমাধান। তাই তাঁর পায়ে তো পুজো নিবেদন করতেই হবে। বিপদের সময়ে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢেলে তাই তাঁকে সন্তুষ্ট করতে হবে। বাবার ইচ্ছায় কেটে যাবে বিপদ। উড়ন্ত বজরংবলী হনুমানের যাঁরা উপাসক তাঁরা বলে থাকেন গন্ধমাদন পর্বত হাতে নিয়ে উড়তে থাকা হনুমানের মূর্তি উপাসনা করলে মনে ও শরীরে আলাদাই শক্তি অনুভব করেন মানুষ। তাই কাজ খুঁজে খুঁজে ক্লান্ত যখন লাগছে, তখন এমন উড়ন্ত বজরংবলীই যোগাতে পারেন মনের জোর। মনে আস্থা ফিরবে যে চাকরি মিলবেই। ইন্টারভিউ টোটকা ইন্টারভিউ ভাল দিয়েও চাকরি কিছুতেই আসছে না। এই ব্যাপারে একটি টোটকা ব্যবহার করে দেখতে বলেন পন্ডিতরা। ইন্টারভিউ দিতে বাড়ি থেকে বেরনোর সময় আগে বাড়িয়ে দিন ডান পা। আসতে পারে সাফল্য। কুল দেবতাকে প্রণাম কুল দেবতা বা দেবী সন্তুষ্ট হলে বিপদ কেটে যায়। খুলে যায় আয়ের রাস্তা। এসে পড়ে নতুন চাকরি। তাই প্রতিদিন স্নান করে শুদ্ধ বসনে বসে যান কুলদেব বা দেবীর আরাধনায়। শুভ ফল মিলবেই। |
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















