Bihar Voter List Revision: মিলছে না EPIC নম্বর, দু’টি ভোটার কার্ড কেন? তেজস্বীকে নোটিস, ‘কমিশনই করেছে’, বলছেন লালুপুত্র
Tejashwi Yadav: বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ভোটারতালিকায় বিশেষ সংশোধন নিয়ে গোড়া থেকেই বিতর্ক।

নয়াদিল্লি: খসড়া ভোটার তালিকায় নাম নেই বলে গতকাল অভিযোগ তুলেছিলেন। সাংবাদিক বৈঠকে EPIC নম্বর প্রকাশ করে হাতেনাতে তার প্রমাণও দিয়েছিলেন। কিন্তু এবার নির্বাচন কমিশনের কাছ থেকে নোটিস পেলেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা, লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। কমিশন জানিয়েছে, তাঁর নাম বাদ পড়েছে বলে যে দাবি করেছেন তেজস্বী, তার প্রমাণ দিতে হবে তাঁকে। যদিও তেজস্বীর দাবি, ভুল বুঝতে পেরে তড়িঘড়ি তাঁর নাম দেখাতে গিয়ে কমিশনই ভুল করেছে। (Tejashwi Yadav)
বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক মুখে ভোটারতালিকায় বিশেষ সংশোধন নিয়ে গোড়া থেকেই বিতর্ক। বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাইয়ে নেমেছে বলে অভিযোগ বিরোধীদের। এখনও পর্যন্ত ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে বিহারের ভোটার তালিকা থেকে, যাঁরা নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে পারেননি। আরও একমাস তাঁদের সময় দেওয়া হলেও, বেছে বেছে দরিদ্র, বিরোধী শিবিরের ভোটারদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। (Bihar Voter List Revision)
সেই আবহেই শনিবার সাংবাদিক বৈঠক করেন তেজস্বী। জানান, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তিনি। অথচ যে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে কোথাও তার নাম নেই। সর্বসমক্ষে নিজের EPIC নম্বর RAB2916120-ও প্রকাশ করেন তেজস্বী। কমিশনের অ্যাপে গিয়ে ওই নম্বর দিলেও যে তাঁর নাম দেখাচ্ছে না, তা সকলকে দেখান।
तेजस्वी जी का EPIC Number - RAB2916120 है!
— Tejashwi Yadav (@TejashwiYdvRJD) August 2, 2025
जल्दबाजी के चक्कर में चुनाव आयोग ने उनके EPIC नंबर को ही बदल दिया है। ये सब धांधली का नतीजा है। चुनाव आयोग के दल्ले बिहार को महाराष्ट्र और हरियाणा समझ रहें हैं। लेकिन उन्हें समय रहते समझ लेना होगा। एक भी योग्य मतदाता का नाम कटा तो यहां… pic.twitter.com/DUAMaUjwcf
এর প্রায় পর পরই নির্বাচন কমিশনের তরফে তেজস্বীর নাম রয়েছে বলে খসড়া তালিকার একটি ছবি প্রকাশ করা হয়। বিজেপি-র আইটি সেলের প্রধানও ওই ছবি পোস্ট করেন। কিন্তু কমিশন ও বিজেপি-র পোস্ট করা ছবিতে যে EPIC নম্বর RAB o454228 লেখা ছিল, তার সঙ্গে তেজস্বীর নিজের দেওয়া EPIC নম্বর মেলেনি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে রাজ্যে বিজেপি-র সহযোগী, নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল তেজস্বীর বিরুদ্ধে দু’দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ তোলে। সেই নিয়ে এবার তেজস্বীকে নোটিস দিল নির্বাচন কমিশন। তাঁর নামে দু'টি EPIC নম্বর হল কী করে, জানতে চাওয়া হয়েছে। কমিশনের দাবি, ওই EPIC নম্বর ইস্যুই করা হয়নি। তাই সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে তেজস্বীকে।
मकान नंबर 107 को चुनाव आयोग जिला क्यों नहीं घोषित कर देता?? 😂
— Rashtriya Janata Dal (@RJDforIndia) August 2, 2025
ऐसे ही हुआ है विशेष गहन पुनरीक्षण (SIR)!!
चुना आयोग के अधिकारियों को इसके लिए भाजपा की ओर से विभिन्न पोस्ट रिटायरमेंट स्कीमों और नियुक्तियों का लाभ मिलेगा!!@yadavtejashwi #RJD #Bihar #TejashwiYadav pic.twitter.com/2RPRUYnt68
যদিও তেজস্বীর দাবিতে, তাঁর নাম রাখাই হয়নি খসড়া তালিকায়। সাংবাদিক বৈঠকের পর তড়িঘড়ি ভুল ঠিক করতে গিয়েছিল কমিশন, তাতেই EPIC নম্বর বদলে দেওয়া হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় তিনি লেখেন, 'তেজস্বী যাদবের EPIC নম্বর RAB2916120. তাড়াহুড়ো করতে গিয়ে নির্বাচন কমিশনই EPIC নম্বর বদলে দিয়েছে। এটা কারচুপিরই প্রমাণ। নির্বাচন কমিশন বিহারকে মহারাষ্ট্র, হরিয়ানা ভাবছে। সময় থাকতে সতর্ক হোন। একজন ভোটারের নাম বাদ গেলেও, মানুষই বুঝে নেবেন'। রাষ্ট্রীয় জনতা দলের কথায়, 'বিশেষ সংশোধন কেমন বুঝুন। এই কাজের জন্য অবসরের পর নির্বাচন কমিশনের আধিকারিকদের পদ দিয়ে পুরস্কৃত করবে বিজেপি'।





















