এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে ‘গুণ্ডাগিরি’ বরদাস্ত করব না, বিজেপিতে যোগ দিয়ে শিবসেনাকে হুঁশিয়ারি প্রাক্তন নৌসেনা অফিসারের
বিজেপিতে যোগদানের পর মদন শর্মা বলেছেন, ’’আমি এখন বিজেপি, আরএসেএসে যোগ দিয়েছি। আমরা এবার আর মহারাষ্ট্রে গুণ্ডাগর্দি হতে দেব না।‘‘
মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাঙ্গাত্মক কার্টুন শেয়ার করে শিবসেনা কর্মীদের হাতে মার খেয়েছেন। সোমবার শিবসেনা মুখপত্র সামনা-য় প্রবল সমালোচিত হয়েছেন। তবুও শিবসেনার হুঁশিয়ারিকে তোয়াক্কা না করে আজ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন নৌসেনা অফিসার মদন শর্মা। বরং শিবসেনাকে তাঁর পাল্টা হুঁশিয়ারি, মহারাষ্ট্রে ’গুণ্ডাগর্দি‘ থামাবেন তিনি।
সম্প্রতি উদ্ধবের ব্যাঙ্গাত্মক কার্টুন সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জেরে নিগৃহীত হন মদন শর্মা। শিবসেনার হাতে আক্রান্ত হওয়ার পর তাঁর খোজখবর নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তা নিয়েও সামনা-য় রাজনাথকে ছে়ড়ে কথা বলেনি শিবসেনা। কিন্তু এসব আক্রমণে যে তিনি আদৌ ভীত নন, মঙ্গলবার তা-ই বোঝানোর চেষ্টা করেছেন প্রাক্তন নৌসেনা অফিসার। বিজেপিতে যোগদানের পর মদন শর্মা বলেছেন, ’’আমি এখন বিজেপি, আরএসেএসে যোগ দিয়েছি। আমরা এবার আর মহারাষ্ট্রে গুণ্ডাগর্দি হতে দেব না।‘‘
শুধু বিজেপিতে যোগ দেওয়াই নয়, মঙ্গলবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গেও দেখা করেছেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ’’আমি রাজ্যপালকে রাষ্ট্রপতি শাসনের জন্য বলেছি। তিনি আমায় আশ্বস্ত করেছেন এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন। আইনকে কেন দু ভাবে দেখা হবে? কারও যদি কোনও রাজনীতিকের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে তাঁকে একরকম ভাবে দেখা হবে, আর কেউ যদি সাধারণ মানুষ হন, তাঁকে অন্যভাবে দেখা হবে, সেটা কেন হবে?‘‘
তাঁর উপর হামলার ঘটনাও রাজ্যপালকে জানিয়েছেন তিনি। যেসব ধারায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তা নিতান্তই লঘু। রাজ্যপাল তাঁর স্মারকলিপির ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মদন শর্মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement