হিন্দি, ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষায় 'না', চাপের মুখে নির্দেশিকা তুলে নিল হাসপাতাল
আর এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
নয়াদিল্লি: হাসপাতালে শুধু হিন্দি আর ইংরেজিতেই কথা বলতে হবে। অন্য কোনও ভাষায় কথা বলা যাবে না। নির্দেশ না মানলে রয়েছে শাস্তিরও বিধান। শনিবার এমনই এক নির্দেশিকা জারি করেছে দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল। আর এই নির্দেশিকা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনার বিরোধিতা করে একে একে ট্যুইট করেছেন রাহুল গান্ধী, শশী তারুর। বিষয়টিকে মাতৃভাষার উপর আক্রমণ বলেই ব্যাখ্যা করেছেন।
যদিও একাধিক সমালোচনার মুখে পড়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে হাসপাতাল কর্তৃপক্ষ। বদলে অন্য আরেকটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ৫ জুন, ২০২১-এ জানি করা সার্কুলারটি হাসপাতাল কর্তৃপক্ষ এবং দিল্লি সরকারের নির্দেশ ছাড়াই জারি করা হয়েছিল। এ বিষয়ে করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হল।'
গতকালই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কয়েক দিন আগে কয়েক জন নার্সের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয়, নার্সরা মালয়ালমে কথা বলায়সাধারণ রোগী ও তাঁদের আত্মীয়দের অসুবিধা হচ্ছে । তাঁরা কিছুই বুঝতে পারছেন না। তারপরেই হিন্দি ও ইংরেজিতে কথা বলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, যদি কেউ নিয়ম ভাঙেন, তা হলে তাঁকে পড়তে হবে কড়া শাস্তির মুখে। নার্সদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি তোলেন অনেকেই।
ঘটনা প্রসঙ্গে টুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, 'মালয়ালম আর পাঁচটা ভারতীয় ভাষার মতোই একটি ভাষা। দয়া করে ভাষা বৈষম্য বন্ধ করুন। এ নিয়ে ট্যুইট করেছেন শশী তারুরও। লিখেছেন, এটি মানবাধিকারের লঙ্ঘন। ভারতের মতো গণতান্ত্রিক দেশে এ ভাবে সরকারি প্রতিষ্ঠান নার্সদের বলছে তাঁদের মাতৃভাষায় কথা না বলতে।
Malayalam is as Indian as any other Indian language.
Stop language discrimination! pic.twitter.com/SSBQiQyfFi
">
It boggles the mind that in democratic India a government institution can tell its nurses not to speak in their mother tongue to others who understand them. This is unacceptable, crude,offensive and a violation of the basic human rights of Indian citizens. A reprimand is overdue! pic.twitter.com/za7Y4yYzzX
— Shashi Tharoor (@ShashiTharoor) June 5, 2021">