করোনাকে হারিয়ে হোক ভালোবাসার জয়!
নিজের জীবনের সেই প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার স্বপ্ন, সব মানুষের মনের মনিকোঠায় সযত্নে গচ্ছিত থাকে।মনের পটভূমিতে আঁকা থাকে সেই প্রিয় মানুষটির একটি চিত্র।সেই দুটি চোখের চোখাচোখি হয়ে যায় কখনো বন্ধুদের গেট টুগেদারে, কখনো পুজোর প্যান্ডেলে আবার কখনো বা সরাসরি মেয়ে দেখতে এসে।
নিজের জীবনের সেই প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার স্বপ্ন,সব মানুষের মনের মনিকোঠায় সযত্নে গচ্ছিত থাকে। মনের পটভূমিতে আঁকা থাকে সেই প্রিয় মানুষটির একটি চিত্র। সেই দুটি চোখের চোখাচোখি হয়ে যায় কখনো বন্ধুদের গেট টুগেদারে, কখনো পুজোর প্যান্ডেলে আবার কখনো বা সরাসরি মেয়ে দেখতে এসে।
তবে এখনসময় সময় বদলেছে। একটি ছোটো ভাইরাস আমূল পরিবর্তন ঘটিয়েছে মানুষের জীবনে। মানুষের বাড়ি থেকে বেরোনো বন্ধ হলেও শেষ হয়ে যায়নি ভালোবাসার চিরস্থায়ী প্রভাব। তাই সামনা সামনি দেখা না হলেও এই ওয়ার্ক ফ্রম হোমের যুগে এখন দুটি মনের মিলন হচ্ছে অনলাইনে। নিজের মুঠোর মধ্যে ধরা স্মার্টফোনে, অনলাইন ম্যাট্রিমোনি সাইটে রেজিস্ট্রেশন করে নিজের পছন্দগুলি জানালেই দেখতে পাওয়া যায় লক্ষাধিক প্রোফাইল। সেখান থেকেই সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করে চ্যাট আর ভিডিও কলের মাধ্যমে ভালোলেগে যেতে পারে সেই মনের মানুষটিকে। সেই কারণেই বিভিন্ন ম্যাট্রিমনিয়াল সাইটে গিয়ে নিজের পছন্দসই সঙ্গীকে খুঁজে বেড়ায় এখনকার জেনারেশন।
সঙ্গী খোঁজার জন্য বাজারে এরকমই প্রচুর ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট রয়েছে। কিন্তু বাংলা ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটগুলির মধ্যে ABPweddings.com বাকিদের থেকে অনেকটা এগিয়ে। সে নিরাপত্তার দিক থেকেই হোক কিংবা পছন্দসই সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রেই হোক। কিছু দিন আগেই সরকারের তরফ থেকে ম্যাট্রিমনিয়াল সাইটগুলির নিরাপত্তা বাড়াতে সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করার নির্দেশিকা আসে। তার অনেক আগেই ABPweddings.com-এ প্রোফাইল খুলতে হলে সচিত্র পরিচয় পত্র বাধ্যতামূলক করা হয়েছিল।
ABPweddings -এর লক্ষ্য আসল পরিচয়, সফল পরিণয়। এবিপি গ্রুপের দীর্ঘ ১০০ বছরের অটুট বিশ্বাস, তার সঙ্গে ভেরিফাইড খাঁটি প্রোফাইল - এই দুইয়ের যোগসূত্রে ABPwedings.com একটি ভরসাযোগ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি নিশ্চিন্তে আপনার জীবনসঙ্গীর সন্ধান পেতে পারেন। ABPweddings-এর প্রত্যেকটি প্রোফাইল ফটো আইডি ভেরিফাইড , তাই নকল প্রোফাইলের কোনো চিন্তাই নেই।
ABPweddings-এ নিজের নাম, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি তথ্যগুলো ভরুন আর আপনার কেমন পাত্র বা পাত্রী চাই সেটা জানিয়ে দিন আর প্রত্যেকদিন নতুন নতুন পাত্রপাত্রীর প্রোফাইল দেখতে পেয়ে যান সরাসরি আপনাদের ABPweddings-এর অ্যাপে বা ওয়েবসাইটে। ABPweddings-এ আপনার তৈরী করা 'Partner Preference' এর সাহায্যে আপনাদের মনের মতো পাত্র বা পাত্রীর প্রোফাইল দেখানো হয়। শুধু তাই নয় ABPweddings-এর রিলেশনশিপ এক্সপার্ট-রা এখন আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ সাবধানতার সাথে ডাইরেক্ট হোম সার্ভিস-ও করছে। আমাদের ABPweddings থেকে সূচনা হয়েছে অনেক শুভ পরিণয়ের “হ্যাপি স্টোরি।”
এই মুহূর্তে ABPweddings.com-এ রয়েছে তিন লক্ষেরও বেশি বাঙালি পাত্র-পাত্রীর প্রোফাইল এবং আমাদের সাইট বাঙালি পাত্রপাত্রীর বৃহত্তম সমাহার। আপনি যদি অনলাইনে বিশ্বাসী না হন তাহলে চলে যান আমাদের যে কোনো স্টোরে। ABPweddings -এর exclusive স্টোর আছে কলকাতার ১০টি জায়গায়। এছাড়াও আপনাদের প্রিয় ABPweddings স্টোর আছে পশ্চিম বঙ্গের অন্যান্য শহরে যেমন শিলিগুড়ি, কৃষ্ণনগর, দুর্গাপুরে। আরো বিশদে জানতে ক্লিক করুন www.abpweddings.com অথবা কল করুন 8100 100 800 নম্বরে।
ABPweddings-এ রেজিস্ট্রেশন একদম ফ্রি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেজিস্টার করে ফেলুন।