এক্সপ্লোর
পাক বায়ুসেনায় যোগ দিলেন প্রথম হিন্দু যুবক
রাহুল সিন্ধু প্রদেশের থারপার্কার জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা।

ইসলামাবাদ: এই প্রথম কোনও পাকিস্তানি হিন্দু যুবক সে দেশের বায়ুসেনায় যোগ দেওয়ার সুযোগ পেলেন। বায়ুসেনা টুইট করে জানিয়েছে, রাহুল দেব নামে ওই হিন্দু নাগরিক জেনারেল ডিউটি পাইলট অফিসার পদে যোগ দিয়েছেন। রাহুল সিন্ধু প্রদেশের থারপার্কার জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তাঁর ছবি টুইট করেছে পাক বায়ুসেনা।
Good news during #COVID19 tense situation. Thar rocked again .... Congratulations #RahulDev who hails from very remote village of Tharparkar has been selected as GD Pilot in #PAF #PakistanAirForce. pic.twitter.com/5GuDmen705
— PAF Falcons (@PAF_Falcons) May 1, 2020
রাহুলের প্রকৃত বয়স না জানা গেলেও বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য বয়স কুড়ির কোঠায় থাকতে হয়। সরকারি রেডিও পাকিস্তান ঘোষণা করেছে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু যুবক বায়ুসেনায় কাজের সুযোগ পেলেন। গত বছর খাইবার-পাখতুনওয়ালার বাসিন্দা কাইনাত জুনেদ প্রথম মহিলা হিসেবে ফাইটার পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। জেনারেল ডিউটি পাইলট প্রশিক্ষণে প্রথম হওয়ার পাশাপাশি তিনিই পাকিস্তানের প্রথম মহিলা ফাইটার পাইলট, তাঁর বাবাও ফাইটার পাইলট পদে কর্মরত। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















