মোদিকে চিঠি মাকরঁর, উমপুন ও করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ভারতীয়দের জন্য অতিরিক্ত ১৬০০ কোটি টাকা রেয়াতি ঋণ ফ্রান্সের
এর আগে গত ৩১ মার্চ মোদি ও মাকরঁর মধ্যে ফোনে কথা হয়েছিল
নয়াদিল্লি: কোভিড-১৯ অতিমারী থেকে শুরু করে ঘূর্ণিঝড় উমপুন পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভারতের পাশেই আছে ফ্রান্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিতভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর জেনে তিনি মর্মাহত। ভারতের প্রয়োজন মতো যে কোনওরকম সাহায্যের জন্য তাঁর দেশ প্রস্তুত বলে মোদিকে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
মোদিকে লেখা চিঠিতে কোভিড-১৯ অতিমারীর রোগ চিহ্নিতকরণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধীকরণের ক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বের কথা উল্লেখ করেছেন মাকরঁ। প্রসঙ্গত, এর আগে গত ৩১ মার্চ মোদি ও মাকরঁর মধ্যে ফোনে কথা হয়েছিল। তারপরই, কোভিড-১৯ মোকাবিলায় যৌথ প্রশিক্ষণ ও গবেষণার কাজে জোর দেয় উভয় দেশ।
কেন্দ্রীয় সূত্রের খবর, কোভিড-১৯ অতিমারী ও সাইক্লোন উমপুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভারতের প্রান্তিক শ্রেণির সহায়তায় ২০০ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০ কোটি টাকা) অতিরিক্ত রেয়াতি ঋণের ব্যবস্থা চূড়ান্ত করেছে ফ্রান্স।