Visakhapatnam Gas Leak: শিল্পাঞ্চলে গ্যাস লিক, অসুস্থ হয়ে ৫০-র বেশি ভর্তি হাসপাতালে, বিশাখাপত্তনমে হুলস্থূল
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আনাকাপ্পালি জেলার অচ্যুতাপুরম এসইজেড অঞ্চলে এক রাসায়নিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
বিশাখাপত্তনম : বড়সড় বিপত্তি বিশাখাপত্তনমে (Visakhapatnam)। শিল্পাঞ্চলে একটি কারখানা থেকে গ্যাস লিক করে অসুস্থ একাধিক। জানা যাচ্ছে প্রায় ৫০ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে (Hospital)। গত মাস দুয়েকের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এরকম গ্যাস লিকের দুর্ঘটনা ঘটল।
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আনাকাপ্পালি জেলার অচ্যুতাপুরম এসইজেড অঞ্চলে এক রাসায়নিক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। যেখানে কারখানায় কাজ করা ৫০ জন মহিলা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরা, বমি সহ একাধিক শারীরিক সমস্যা দেখা যায় তাঁদের। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুলেন্সের পাশাপাশি কারখানায় কাজ করতে আসা শ্রমিকদের গাড়িতে করেই তাঁদের নিয়ে ছোটা হয় হাসপাতালে।
<
అనకాపల్లి జిల్లా అచ్యుతాపురం సెజ్ లోని దుస్తుల తయారీ కంపెనీలో రసాయన విషవాయువులు లీక్ అవడంతో 50 మంది మహిళా ఉద్యోగులు అస్వస్థతకు గురయ్యారు. వాంతులు, వికారంతో మహిళలు స్పృహ కోల్పోవడంతో వారిని హుటాహుటిన ఆస్పత్రికి తరలించి చికిత్స అందిస్తున్నారు. pic.twitter.com/xrEw8MTa9T
— DD News Andhra (అధికారిక ఖాతా) (@DDNewsAndhra) August 2, 2022
আনাকাপ্পালির পুলিশসুপার জানিয়েছেন, গ্যাস লিকের দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৫০ জন অসুস্থকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনাটি ঘটার পরই দ্রুত সিল করে দেওয়া হয় গোটা এলাকা। বাইরের সবাইকে নির্দিষ্ট দূরত্বে আটকে দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। অন্ধ্রপ্রদেশ পলিউশন বোর্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার তদন্ত করে দেখবেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মে বিশাখাপত্তনমে বন্ধ কারখানা থেকে স্টাইরিন গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল ৮ জনের, অসুস্থ হয়ে পড়েছিলেন হাজারেরও বেশি। এই বিপর্যয় মনে করিয়ে দিয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি। ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর মিথাইল আইসোসায়ানাইড গ্যাস লিক হয়ে মধ্যপ্রদেশের ভোপালে মৃত্যু হয় মোট ৩,৭৮৭ জনের। অসুস্থ হয়েছিলেন ৫ লক্ষেরও বেশি মানুষ।