Gurugram News: স্ত্রী'কে খুন করে আত্মঘাতী যুবক ! গুরুগ্রামের 'টেক দম্পতির' রহস্যমৃত্যু
Mysterious Death: আত্মহত্যা করেছেন যুবক। তার আগে এক বন্ধুকে ভিডিও পাঠিয়ে সেকথা বলেওছিলেন তিনি।

Gurugram News: স্ত্রীকে খুন করে আত্মঘাতী যুবক। অভিযোগ উঠেছে, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর স্ত্রীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেছেন। তারপর আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, স্ত্রী'র সঙ্গে ঝগড়া হয়েছিল যুবকের। এই ঘটনা ঘটেছে গুরুগ্রামে। অভিযুক্ত যুবকের নাম অজয় কুমার। বয়স ৩০- এর আশপাশে। আত্মহত্যা করার আগে অজয় তাঁর এক বন্ধুকে ভিডিও পাঠিয়ে জানিয়ছিলেন যে, নিজেকে শেষ করে দিতে যাচ্ছেন তিনি। এরপর সত্যিই আত্মহত্যা করেন ওই যুবক। এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পুলিশ জানিয়েছে, আত্মঘাতী যুবক অজয় কুমার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। পশ্চিমবঙ্গের আসানসোলের বাসিন্দা বছর ২৮- এর সুইটি শর্মার আগে তিন বছর আগে বিয়ে হয়েছিল তাঁর। দু'জনেই চাকরি করতেন গুরুগ্রামের একটি আইটি সংস্থায়। এই সাংঘাতিক ঘটনা সম্পর্কে পুলিশকে জানায় অজয়ের সেই বন্ধুই, যাঁকে ভিডও পাঠিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। অজয়ের ওই বন্ধু পুলিশকে বলেন যে, তাঁর বন্ধু তাঁকে ভিডিও পাঠিয়ে জানিয়েছেন যে, তিনি আত্মহত্যা করতে যাচ্ছে। ওই ভিডিও থেকে এও অনুমান করা গিয়েছে যে দম্পতির মধ্যে তুমুল বচসা, তর্ক-বিতর্ক হয়েছিল।
অজয়ের বন্ধুর অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুলিশ পৌঁছয় অজয়ের ফ্ল্যাটে। গুরুগ্রামের সেক্টর ৩৭- এর রেসিডেন্সিয়াল সোসাইটিতে রয়েছে অজয় এবং সুইটির ফ্ল্যাট। সেখানে তাঁরা প্রথমে সুইটি শর্মার দেহ উদ্ধার করে। মেঝেতে শোয়ানো ছিল তরুণীর দেহ। গলায় পেঁচানো ছিল একটি স্কার্ফ। পুলিশের অনুমান, এই স্কার্ফ সুইটির গলায় পেঁচিয়েচি শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। অন্যদিকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে অজয়েরও। পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে যুবকের দেহ। পুলিশের অনুমান প্রথমে যুবক তাঁর স্ত্রীকে খুন করেছেন। তারপর আত্মঘাতী হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর পরিবারের তরফে ওই যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
কী এমন ঘটেছিল এই দম্পতির মধ্যে যে স্ত্রী'কে খুন করে আত্মঘাতী হলেন স্বামীও... উঠছে প্রচুর প্রশ্ন। তদন্তে নেমে ধন্দে পুলিশও। আপাতত এই দুই যুবক, যুবতীর রহস্যমৃত্যুর কারণ জানতে তৎপর পুলিশের তদন্তকারী আধিকারিকরা। মৃত তরুণের বন্ধুকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত তরুণীর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দু'জনের দেহই। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।






















