Himachal Pradesh Rain: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ যেন ধ্বংসস্তূপ, নিখোঁজ ৩০, একাধিকের মৃত্যু আশঙ্কা
Shimla-Manali People Missing: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি।
হিমাচল প্রদেশ: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের সিমলা ও মান্ডি। ৩০ জন নিখোঁজ। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ও বহু গাড়ি ভেসে গিয়েছে। ৭ জনের মৃত্যুর আশঙ্কা।
গতকাল রাত ১২টা নাগাদ মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ঘুমের মধ্যেই তলিয়ে যান অনেকে। প্রাণ বাঁচাতে অনেকে জঙ্গলে আশ্রয় নেন। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রপাতি নিয়ে প্রায় ২ কিলোমিটার হেঁটে বিপর্যস্ত এলাকায় যায় উদ্ধারকারী দল। নদীর জল বইছে বিপদসীমার ওপর দিয়ে। কুলুতে ভেসে গিয়েছে মালানা বাঁধ। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। ৩ জনের মৃত্যু হয়েছে।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, আজ প্রবল বৃষ্টির আশঙ্কা জম্মু-কাশ্মীর ডিভিশনে। প্রবল বৃষ্টি হবে কঙ্কন গোয়া ও মধ্যপ্রদেশ গুজরাটে। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরালা মাহে কর্নাটক এবং মধ্য মহারাষ্ট্রতে। মধ্য মহারাষ্ট্র তে আজ বৃহস্পতিবার ও শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা।
আরও পড়ুন, নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত, জোড়া ফলায় দুর্যোগ বঙ্গে, আজ থেকেই সতর্কতা এই জেলাগুলিতে
মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩টি গ্রামের বহু বাড়ি ও গাড়ি ভেসে গিয়েছে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিমলাও। অন্তত ২৪ জন নিখোঁজ। গাছ উপড়ে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা। গতকাল রাতে রামপুরে হাইড্রো প্রকল্পের কাছে মেঘ ভেঙে যায়। উত্তরাখণ্ডের টিহরিতেও মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি। ২ জনের মৃত্যু হয়েছে, কুলুতে মালানা বাঁধ ভেসে গিয়েছে।
অন্যদিকে, প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে কেদারনাথ যাত্রায় বিপত্তি। ভীমবালিতে আটকে পড়েছেন দেড়শো থেকে ২০০ জন তীর্থযাত্রী। কেদারনাথে মেঘ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ মিটার ফুটপাথ। যাতায়াত করতে পারছেন না পথচারী ও তীর্থযাত্রীরা। তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগে বেড়ে যায় মন্দাকিনী নদীর জলস্তর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে