এক্সপ্লোর
Advertisement
শ্রমিকদের রাজ্য পেরনো রুখতে রাজ্য সরকারকে ত্রাণশিবির তৈরি ও খাবার দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
টানা ২১ দিনের লকডাউনের জেরে শহরে রুটিরুজি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে ফিরতে চাইছেন তাঁরা। ফলে তাঁদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থেকেই যায়।
নয়াদিল্লি: দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। ট্রেন বাস না পেয়ে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা দলে দলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন। এতে করে আরও বাড়ছে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা। কেন্দ্রীয় সরকার ঠিকা শ্রমিকদের ভিন রাজ্যের কর্মক্ষেত্র থেকে নিজ রাজ্যে ফিরে যাওয়া রুখতে সমস্ত রাজ্য প্রশাসনকে নির্দেশ দিল।
দিল্লি, জয়পুর, মুম্বই এর মতো বড় শহরগুলি থেকে শ্রমিকরা হেঁটেই রওনা দিচ্ছেন নিজের রাজ্যের দিকে। গা ঢাকা দিয়ে পণ্য পরিবহনকারী ট্রাকের মধ্যেও রাজ্যের সীমা পার করছেন তাঁরা। এমন খবর প্রায়ই সামনে আসছে। টানা ২১ দিনের লকডাউনের জেরে শহরে রুটিরুজি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে ফিরতে চাইছেন তাঁরা। ফলে তাঁদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থেকেই যায়। এই পরিস্থিতিতে বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশ্ঙ্কা। সেই কারণেই রাজ্য সরকার গুলিকে এই নির্দেশ দিল কেন্দ্র।
Home Ministry asks states to set up relief camps for migrant workers, use SDRF funds
Read @ANI Story | https://t.co/hdX3vzKkjk pic.twitter.com/TqLGBwPZZn
— ANI Digital (@ani_digital) March 28, 2020
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, এই শ্রমিকদের যেন রাজ্য সরকারের তরফে খাবার, জল ইত্যাদি দেওয়া হয়, যাতে তাঁরা অন্য কোনও রাজ্যে না যায়। সেই সঙ্গে ত্রাণ শিবির তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রক।
জানা গেছে, দিল্লি থেকে শ্রমিকরা স্ত্রী-সন্তান নিয়ে পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার দূরত্ব পেরিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় পৌঁছনোর চেষ্টা করছেন। এবিপি নিউজের খবর তুলে ধরে রাহুল গাঁধী বলেন, আরও সমবেদনার সঙ্গে চিন্তাভাবনা করতে হবে।
সম্প্রতি তেলঙ্গানা থেকে রাজস্থান ফেরার সময় ৩০০ শ্রমিককে আটক করে মহারাষ্ট্র পুলিশ। চেন্নাই থেকে আসা কয়েকটি শ্রমিক দলকেও অন্ধ্রপ্রদেশের সীমানা থেকে পুলিশ ফিরিয়ে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement