(Source: ECI/ABP News/ABP Majha)
বছর শেষে আনন্দ উপভোগ করবেন কীভাবে? কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে?
ভারতে এখনও দেখা মেলেনি নতুন স্ট্রেনের। জানা গিয়েছে, যে স্ট্রেন পাওয়া গিয়েছে তা অন্য স্ট্রেনের তুলনায় ৭০ শতাংশ বেশি ক্ষতিকারক। ইতিমধ্যে ব্রিটেন থেকে সব বিমান পরিষেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
নয়াদিল্লি: সামনেই নতুন বছর। ভাইরাসের চোখরাঙানি এড়িয়ে নতুন বছরের দিকে এগোচ্ছে বিশ্ববাসী। কিন্তু এরই মধ্যে দেখা মিলল করেনার নতুন স্ট্রেনের। আর এতেই ফের ঘনিয়েছে আশঙ্কার মেঘ। কীভাবে কাটবে উৎসবের মরশুম? সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে।
ভারতে এখনও দেখা মেলেনি নতুন স্ট্রেনের। জানা গিয়েছে, যে স্ট্রেন পাওয়া গিয়েছে তা অন্য স্ট্রেনের তুলনায় ৭০ শতাংশ বেশি ক্ষতিকারক। ইতিমধ্যে ব্রিটেন থেকে সব বিমান পরিষেবা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পরিষেবা।কিন্তু সতর্কতার সঙ্গে কোনওরকম আপোষ করতে নারাজ রাজ্যগুলি। তাই একাধিক রাজ্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে বড়দিনের আগেই
মহারাষ্ট্র: বড়দিন এবং নতুন বছর উদযাপনের জন্য বাইরে বেরনো নিয়ে কড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। হোটেল এবং মল থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি। গতকাল থেকে আগামী বছর ৫ জানুয়ারি পর্যন্ত নৈশকালীন কার্ফু জারি করেছে সরকার। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নৈশকালীন কার্ফুর সময়সীমা বেধে দেওয়া হয়েছে। নৈশকালীন কার্ফুর জেরে বড়দিন এবং নতুন বছর উদযাপনের জন্য বেশি রাত পর্যন্ত খোলা রাখা যাবে না দোকান। ইউরোপ বা মধ্য প্রাচ্যের কোনও দেশ থেকে মহারাষ্ট্রে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিন সরকারের কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে। নতুন স্ট্রেনের জেরে আগামী ১৫ দিন আরও বেশি নিষেধাজ্ঞা মানতে হবে রাজ্যবাসীকে। জানিয়েছে সরকার।
তামিলনাড়ু: নয়া স্ট্রেনের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। ৩১ ডিসেম্বর রাত এবং ১ জানুয়ারি ২০২১ তারিখে বন্ধ রাখা হবে হোটেল, ক্লাব, রিসর্টের পার্টি। বন্ধ রাখা হয়েছে বিচের পার্টিও। বিচের রাস্তা, রেস্তরাঁ, হোটেল, ক্লাব, রিসর্টে বেশি রাত পর্যন্ত থাকতে দেওয়া হবে না কাউকে। কোভিড বিধি মেনে প্রতিদিনের মতো হোটেল, ক্লাব, রেস্তরাঁতে যাওয়া যাবে।
গুজরাত: নৈশকালীন কার্ফু জারি করা হয়েছে রাজ্যে। পুলিশের শীর্ষকর্তা জানিয়েছেন, ৩১ ডিসেম্বর নতুন বছর উদযাপনের জন্য কোনও পার্টি হবে না। ডেপুটি পুলিশ কমিশনার হার্শাদ প্যাটেল বলেন, ৩১ ডিসেম্বর কোনওরকম উদযাপন করতে দেওয়া হবে না। রাত ৯টার পর এই ধরনের কোনও ঘটনা সামনে এলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে, কোভিড বিধি মেনে রাত ৯টার আগে উদযাপন করা যাবে।
কর্নাটক: অন্য রাজ্যের মতো নৈশকালীন কার্ফু ঘোষণা করেছে কর্নাটক সরকার। রাজ্য সরকার জানিয়েছে আগামী বছর ২ জানুয়ারি পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৬টা নৈশকালীন কার্ফু জারি থাকবে।