পুনে: এবার করোনা পরীক্ষার পদ্ধতি আরও সহজ। স্যালাইন জল দিয়ে বাড়িতে বসেই করা যাবে করোনার আরটিপিসিআর পরীক্ষা। কিছুদিন আগেই পুণের একটি সংস্থার তৈরি করোনা পরীক্ষা করার এই কিটটিকে অনুমোদন দেয় আইসিএমআর। এর ফলে খুব সহজেই করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 


বিজ্ঞানীরা জানাচ্ছেন, এতে কোনও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়ে না। বর্তমান পদ্ধতিতে নাক এবং গলা থেকে নমুনা সংগ্রহের সময়ে অনেকেরই সমস্যা হয়। নয়া পদ্ধতিতে যার দরকার পড়বে না। গার্গল করা স্যালাইন জল থেকেই তিন ঘণ্টার মধ্যে বাড়িতেই কোভিড রিপোর্ট পাওয়া সম্ভব হবে।


নয়া এই পদ্ধতির আবিষ্কারক নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর বিজ্ঞানী ডাঃ কৃষ্ণ খৈরনার এবং তাঁর নেতৃত্বাধীন বিজ্ঞানীরা। নতুন পদ্ধতিতে কীভাবে করোনা পরীক্ষা করা হবে, তার বিস্তারিত বিবরণ দিয়ে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন খৈরনার।



তিনি জানাচ্ছে, এই পদ্ধতিতে যে কেউ নমুন সংগ্রহ করতে পারেন। প্রথমে স্যালাইন আরটিপিসিআর টেস্টের কিট কিনতে হবে। কিটেই স্যালাইন ওয়াটার এবং টেস্ট টিউব দেওয়া থাকবে। ওই টিউবের ভিতর রাখা থাকবে স্যালাইন জল। ওই জল মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে গার্গল করতে হবে। তারপর মুখের ভেতরের ওই জল টিউবেই ভরে দিতে হবে। নমুনা সংগ্রহ করতে হবে এই ভাবেই। 


ওই নমুনা এ বার ল্যাবে নিয়ে গিয়ে অন্য আরেকটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধ ঘণ্টা মতো রেখে দিতে হবে। তারপর ওই তরল নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬ মিনিট ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। এই আরএনএ থেকে সহজেই জানা যাবে, ব্যক্তি করোনা‌ আক্রান্ত হয়েছেন কি না।