এক্সপ্লোর
হাতি, শেয়ালের পর এবার মানুষ, তামিলনাড়ুতে খাবার ভেবে বিস্ফোরক খেয়ে মৃত ৬ বছরের ছেলে
গত মাসে কেরলে বিস্ফোরক বোঝাই নারকেল খেয়ে ফেলে একটি গর্ভবতী হাতির মৃত্যু ঘটে। এ মাসেই তামিলনাড়ুতে এইভাবে মারা যায় একটি শেয়াল। দুই ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
![হাতি, শেয়ালের পর এবার মানুষ, তামিলনাড়ুতে খাবার ভেবে বিস্ফোরক খেয়ে মৃত ৬ বছরের ছেলে In A Tragic Accident, 6-Year-Old Boy Dies After Biting Into Explosive As He Thought It Was Food হাতি, শেয়ালের পর এবার মানুষ, তামিলনাড়ুতে খাবার ভেবে বিস্ফোরক খেয়ে মৃত ৬ বছরের ছেলে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/11190236/boy.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর আলাগারাই গ্রামে খাবার ভেবে বিস্ফোরক মুখে পুরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হল। দেশি বোমাটিকে খাবার ভেবেছিল সে।
কাবেরী নদী থেকে মাছ ধরতে আসা তিনজনের সঙ্গে ছিল ওই বোমা। মাছ ধরার কাজে ২টি বোমা ব্যবহার করে তারা। অন্যটি নিয়ে আসে আলাগারাই গ্রামে, তাদের বন্ধু বুপাথির বাড়িতে। বুপাথির ৬ বছরের ছেলে বাড়িতে খেলছিল, গোল বলের মত জিনিসটি দেখে সে কৌতূহলী হয়ে পড়ে। হাতে তুলে দেখে তার মনে হয়, এটা কোনও খাবার টাবার হবে। না বুঝে বোমায় কামড় দেয় সে। তার মুখে ফেটে যায় বোমাটি, শিশুটি গুরুতর আহত হয়। কোনওরকম চিকিৎসার আগেই মারা যায় সে।
ভয়ের চোটে বুপাথি ও তার বন্ধুরা পুলিশে খবর দেয়নি। রাতের মধ্যে ছেলেটির শেষকৃত্য সম্পন্ন করে তারা।
গত মাসে কেরলে বিস্ফোরক বোঝাই নারকেল খেয়ে ফেলে একটি গর্ভবতী হাতির মৃত্যু ঘটে। এ মাসেই তামিলনাড়ুতে এইভাবে মারা যায় একটি শেয়াল। দুই ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)