Narendra Modi: আদানি প্রশ্নের পাল্টা গান্ধী পরিবারকে নিশানা, নেহরু পদবী ব্যবহারে লজ্জা কেন! বেনজির আক্রমণ মোদির
Jawaharlal Nehru: রাষ্ট্রপতির অভিভাষণের পর বুধবার লোকসভায় ভাষণ দেন মোদি।
![Narendra Modi: আদানি প্রশ্নের পাল্টা গান্ধী পরিবারকে নিশানা, নেহরু পদবী ব্যবহারে লজ্জা কেন! বেনজির আক্রমণ মোদির In Rajya Sabha Narendra Modi asks why current generation of Nehru Gandhi family do not use the Nehru surname are they ashamed Narendra Modi: আদানি প্রশ্নের পাল্টা গান্ধী পরিবারকে নিশানা, নেহরু পদবী ব্যবহারে লজ্জা কেন! বেনজির আক্রমণ মোদির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/09/4d6626b984cbd7d915574e99a206f0591675936853038338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে উত্তাল সংসদ। বিরোধীদের ধ্বনিতে গমগম করছিল চারিদিক। তার .মধ্যেও বুধবার লোকসভায় আদানি-প্রশ্নে (Adani Group Crisis) একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার রাজ্যসভাতেও সেই নীতিই ধরে রাখলেন তিনি। আগের দিন আগাগোড়া রাহুল গান্ধী এবং কংগ্রেসকে (Congress) নিশানা করে গিয়েছেন মোদি। আজ তাঁর নিশানায় রইলেন গান্ধী পরিবারের সদস্যরা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) সামনে রেখেই বিঁধে গেলেন তিনি।
জওহরলাল নেহরুকে সামনে রেখে গান্ধী পরিবারকে বিঁধলেন মোদি
রাষ্ট্রপতির অভিভাষণের পর বুধবার লোকসভায় ভাষণ দেন মোদি। এ দিন ছিল রাজ্যসভায় ভাষণ। তাঁর ভাষণ চলাকালীন আগাগোড়া 'আদানি আদানি' রব তুলে যান বিরোধীরা। 'মিথ্যে ভাষণ শুনতে আগ্রহী নই, আদানি প্রশ্নের জবাব দিন', এমন প্রশ্ন উড়ে আসতে থাকে বিরোধীদেের তরফ থেকে। কিন্তু বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে কংগ্রেস এবং গান্ধী পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মোদি। দাবি করেন, গান্ধী-নেহরু পরিবারের বিরুদ্ধে ৬০০-র বেশি প্রকল্পের নামকরণ হয়েছিল।
আর তাতেই নেহরুর নাম নিয়ে গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ করেন মোদি। বলেন, "আজকাল সরকারি প্রকল্পের নাম নিয়ে আনেকে আপত্তি তোলেন। সরকারি প্রকল্পের নামে সংস্কৃত ভাষার ব্যবহারে আপত্তি তাঁদের। একটি রিপোর্ট পড়লাম, গান্ধী-নেহরু পরিবারের নামে ৬০০ প্রকল্পের নামকরণ হয়েছিল। একটা কথা কিছুতেই বুঝতে পারি না আমি। তাঁদের বর্তমান পর্জন্ম কেন নেহরু পদবী ব্যবহার করেন না! কিসের ভয়স কিসের লজ্জা!"
আরও পড়ুন: PM Modi: যত কাদা ছড়াবে পদ্ম ততই ফুটবে: মোদি
মোদি আরও বলে যান, "কোথাও নেহরুজির নামের উল্লেখ না থাকলে কিছু মানুষ তেতে ওঠেন। কেন নেহরুজির নাম নেই, প্রশ্ন করতে থাকেন। আমি তো ভেবে আশ্চর্য হই যে, হতে পারে আমারা কখনও কখনও ভুলে যাই। দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি। কিন্তু আমি বুঝতে পারি না, নেহরু পরিবারের লোকজনদেরই নেহরু পদবী রাখতে আপত্তি কিসের। এত মহান ব্যক্তিত্ব, নিজেরাই যদি মানতে না পারেন, আমাদের হিসেবে চেয়ে কী হবে!"
গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেলেও, আদানি প্রশ্নে একটি শব্দও খরচ করেননি মোদি
মোদি আরও বলেন, "কিছু মানুষের বোঝা উচিত, এত প্রাচীন দেশ আমাদের। প্রত্যেক মানুষের অবদান রয়েছে, কোনও একটি পরিবারের সম্পত্তি নয় এই দেশ। আন্দামানে নেতাজি সুভাষচন্দ্রের নামে দ্বীপের নাম রেখেছি আমরা। গোটা দেশ নেতাজিকে নিয়ে গর্ববোধ করেন। যাঁরা আমাদের সেনাকে অপমান করতে ছাড়েন না, দ্বীপের নাম সেই পরমবীরচক্র প্রাপ্ত সেনাদের নামে করে দিয়েছি। এই হল আমাদের ভক্তি, শ্রদ্ধা। এতে আপনাদের কষ্ট হয় যে, বোঝা যাচ্ছে।" এর আগেও একাধিক বার জওহরলালের নাম উঠে এসেছে বিজেপি নেতৃত্বের মুখে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেও নানা সমস্যার জবন্য় নেহরুকে দায়ী করেছেন। কিন্তু নেহরুকে সামনে রেখে গান্ধী পরিবারকে এমন বেনজির আক্রমণ করতে আগে সে ভাবে দেখা যায়নি মোদিকে। কিন্তু গান্ধী পরিবারের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেলেও, আদানি প্রশ্নে একটি শব্দও খরচ করেননি মোদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)