(Source: ECI/ABP News/ABP Majha)
Covid India Updates: তিন হাজারের ওপরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ, দিল্লিতে উদ্বেগের পরিস্থিতি
Coronavirus Updates: দেশে যদিও অ্যাক্টিভ কেস বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০০।
নয়া দিল্লি: দেশে (India) করোনায় (Coronavirus) দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের মধ্যেই রইল। সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry Of Health) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫০। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৮২ হাজার ৩৪৫।
দেশে যদিও অ্যাক্টিভ কেস বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ কেস দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০০। এর মধ্যে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সর্বাধিক মামলা নথিভুক্ত করা শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে দিল্লি। রাজধানীতে ১৪৮৫ আক্রান্ত হয়েছে। এরপরে হরিয়ানায় ৪৭৯টি কেস, কেরলে ৩১৪টি কেস, উত্তর প্রদেশে ২৬৮টি কেস রয়েছে এবং মহারাষ্ট্রে ১৬৯ জন আক্রান্তের খবর রয়েছে।
আরও পড়ুন, রেস্তোরাঁর খাবারে বিষ? রোল খেয়ে মৃত্যু কিশোরীর, হাসপাতালে ভর্তি ১৮ জন পড়ুয়া
সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে করোনা ভাইরাসটির ওমিক্রন (Omicron) রূপের দুটি নতুন উপ-ভেরিয়েন্ট (Sub Variant) মানবদেহে উপস্থিত অনাক্রম্যতাকে নষ্ট করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) জানাচ্ছে যারা ভ্যাকসিন পেয়েছেন তাঁরা এই ভ্যারিয়েন্টে কম আক্রান্ত হতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ওমিক্রনের BA.4 এবং BA.5 উপ-ভেরিয়েন্ট প্রজাতি নিয়ে বিশ্লেষণ করেছিলেন। এই দলটিই গত বছরের শেষের দিকে ওমিক্রন সংক্রামিত ৩৯ জনের রক্তের নমুনা পরীক্ষা করে। ওমিক্রন সাবস্ট্রেনগুলির সংক্রমণ ক্ষমতা ও অ্যান্টিবডির সুরক্ষা বলয় ভেঙে সংক্রমিত করার বিষয়টি সামনে এসেছে৷ বিজ্ঞানীরা বলছেন এই নতুন ওমিক্রন স্ট্রেনগুলি পূর্বের সংক্রমণ এবং ভ্যাকসিন এবং প্রাকৃতিক উপায়ে পাওয়া অনাক্রম্যতা এড়াতে সক্ষম।