India Pakistan Tension:নেই কারেন্ট, রাতে মোবাইল জ্বালানোও ঝুঁকি, পাকিস্তানের হানার পর শুনসান সোনার কেল্লা থেকে ৫২ কিমি দূরের এই শহর !
Rajastan Ramgarh Horrible Situation : সোনার কেল্লা থেকে ৫২ কিমি দূরে, পাকিস্তানের ড্রোন হানার পর কী অবস্থায় দাঁড়িয়ে ভারত-পাক সীমান্তে রামগড় ?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রাজস্থান: জয়সলমের সোনার কেল্লা থেকে ৫২ কিলোমিটার দূরে ভারত-পাক সীমান্তে রামগড়ে গতকাল রাতে ড্রোন হানা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করে ভারতের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। রামগড় এলাকার এখন ছবিটা কী?
আরও পড়ুন, বড় অ্যাকশনের পথে ভারত? তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
'সংবাদমাধ্যমের কার্ড দেখার পরেও, বিভিন্ন জায়াগায় সেনাবাহিনী এবং পুলিশ আটকাচ্ছেন..'
স্থানীয় সূত্র এবং সেনাবাহিনীর তরফে যেটা বলা হচ্ছে, এই শহর গুলি থেকে ভারত-পাকিস্তানের সীমান্ত প্রায় ১৫০ কিমি দূর। কিন্তু ১৫০ কিমি শুনতে লাগলেও, সেটা রাস্তার দূরত্ব। কিন্তু এয়ার ডিস্টেন্স, যদি কোনওভাবে পাকিস্তানি যুদ্ধবিমান বা ড্রোন, ভারতের দিকে ধেয়ে আসে, সেই দূরত্বটা, মাত্র ৫৭ কিমি ! এই কারণেই এই ধরণের জায়গাগুলিতে বাড়তি সতর্কতা রয়েছে। রাস্তাঘাট পুরো শুনশান। বাইরের কাউকে অনুমতি দেওয়া হচ্ছে না। সংবাদমাধ্যমের কার্ড দেখার পরেও, বিভিন্ন জায়াগায় সেনাবাহিনী এবং পুলিশ আটকাচ্ছেন। হোটেল বন্ধ। নেই বিদ্য়ুৎ এর সংযোগ। মোবাইলের আলো জ্বালানো পর্যন্ত বিপদজ্জনক হয়ে যাচ্ছে। কারণ পাকিস্তানের তরফে, ঘনঘন ড্রোন অ্য়াটাক হচ্ছে, রাজস্তানের বিভিন্ন শহরে।
জয়সলমের শহর থেকে ৪ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ গ্রামের কাছে সন্দেহজনক মর্টার শেল
রাজস্থানের জয়সলমেরে মেলে মর্টার শেল। জয়সলমের শহর থেকে ৪ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ গ্রামের কাছে সন্দেহজনক মর্টার শেল পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনা। কিষাণগঞ্জের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পাকিস্তানি হামলার কড়া জবাব দিয়েছে ভারত। এবার পাঠানকোটের এয়ারফোর্স স্টেশনে পাক ড্রোনের হামলার চেষ্টা রুখে দিয়েছে ভারত। পাঞ্জাবের অমৃতসর এবং জলন্ধরে পাক ড্রোন নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। ANI সূত্রে খবর, রাত বাড়তেই সীমান্তবর্তী জেলা ফিরোজপুর-সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা চালায় পাকিস্তান। সীমান্ত এবং LOC সহ ২৬টি জায়গায় পাক-ড্রোন দেখা গেছে। ফিরোজপুরে পাক-ড্রোন ভেঙে পড়ায় আহত হয়েছেন কয়েকজন স্থানীয়। রাজস্থানের বারমেঢ়ে পাক ড্রোন নামিয়েছে ভারতীয় সেনা।
পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে হামলা চালাল ভারত
পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে হামলা চালাল ভারত। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান সেনার তরফে দাবি করা হয়েছে লাহৌরে ব্য়ালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ভারত, খবর ANI সূত্রে।






















