Corona Cases : দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড করোনার, মৃত্যু ৮৩৯ জনের
করোনা সংক্রমণ রুখতে অনেক বেশি মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য আজ থেকে শুরু টিকা উৎসব। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
দিল্লি : ফের রেকর্ড গড়ল করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন এক লক্ষ বাহান্ন হাজার আটশো উনআশি জন। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে আটশো উনচল্লিশ জনের। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী,মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ উনসত্তর হাজার দুশো পঁচাত্তর জন।
এই নিয়ে ৬বার, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ১,৫২,৮৭৯ জন। একদিনে মৃতের সংখ্যা ৮৩৯। যদিও আশা জাগাচ্ছে চিকিৎসার ফল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯০,৫৮৪জন। দেশের করোনার গ্রাফ বলছে, শুক্রবার অপেক্ষকৃত কম ছিল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। সেদিন ১,৪৫,৩৮৪জন রোগীর করোনা ধরা পড়ে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৩লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন।যাদের মধ্যে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ১কোটি ২০লক্ষ ৮০হাজার ৪৪৩জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৮হাজার ৮৭জন।সব মিলিয়ে এখনও দেশে করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ৬৯ হাজার ২৭৫ জনের।
ইতিমধ্যেই সারা দেশে টিকাকরণের কাজ গতি পেয়েছে। সব মিলিয়ে দেশে১০ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার ১৪৭ জন করোনার টিকা পেয়েছেন। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগে রেখেছে বহু রাজ্যকে। শনিবার থেকেই কর্ণাটকে জারি হয়েছে নাইট কারফিউ। ১০ থেকে ২০এপ্রিল ১১ দিন চলবে এই বিধি নিষেধ। কর্ণাটকের বেশকিছু জেলায় এই নাইট কারফিউ জারি হয়েছে।
তবে শুধু কর্ণাটক নয়, মহারাষ্ট্রেও নাইট কারফিউ জারি হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত রয়েছে এই বিধিনিষেধ। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। ৯ এপ্রিল থেকেই রাজ্যে 'উইকেন্ড লকডাউন' জারি হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদলীয় বৈঠকে করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজ্যের করোনা গ্রাফ জানান দিচ্ছে, গত একদিনে মহারাষ্ট্রে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৪১১ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ৩৩ লক্ষ ৪৩ হাজার ৯৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।যার মধ্যে মৃতের সংখ্যা ৫৭ হাজার ৬৩৮ জন।