India Corona Update: নিম্নমুখী দেশে করোনায় দৈনিক মৃত্যু, শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯
India Corona Update: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Ministry of Health) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন।
নয়াদিল্লি: প্রায় একই রইল দেশের দৈনিক করোনা আক্রান্তের (Daily covid cases) সংখ্যা। অন্যদিকে দৈনিক মৃতের (daily covid death) সংখ্যা কমল বেশ অনেকটাই।
দেশের করোনাগ্রাফের ওঠানামা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Ministry of Health) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮২৭। অর্থাৎ সামান্য বেড়েছে সংক্রমিতের সংখ্যা।
অন্যদিকে দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৯ জনের। গতকাল দেশের মৃতের সংখ্যা ছিল ২৪।
এযাবৎ দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ১৬ হাজার ১৯০। এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন।
2,841 new COVID19 cases recorded in India today; Active cases at 18,604 pic.twitter.com/NiNSNT7ILE
— ANI (@ANI) May 13, 2022
অন্যদিকে, এখনও চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে দেশ। করোনায় সংক্রমণ না বাড়লেও বিশেষ কমছেও না। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন-মাস্ক আর দূরত্ববিধিই এই পরিস্থিতি মোকাবিলা করার একমাত্র পথ। এরই মাঝে সেরাম ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের শেষ থেকে ভ্যাকসিন উৎপাদন বন্ধ করে দিয়েছে। জানিয়েছেন, সংস্থার কর্ণধার (Chief Executive Officer) আদর পুনাওয়ালা (Adar Poonawalla)।
আরও পড়ুন: Summer Tips: ত্বকের স্বাস্থ্য ফেরাবেন? হাতের কাছেই টোটকা
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিন থেকে আর COVID-19 ভ্যাকসিন তৈরি করছে না। করোনা টিকা দেওয়ার গতি কমে যাওয়ার পরে দেখা যায়, লক্ষ লক্ষ ভ্যাকসিন ভাণ্ডারে পড়ে রয়েছে। বহু ভ্যাকসিন উদ্বৃত্ত থাকার কথা শুক্রবার Serum Institute of India - এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা জানান। সেই সঙ্গে তিনি অল্পবয়সী বাচ্চাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভেবে দেখার কথাও বলেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )