এক্সপ্লোর
সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়: ‘কুত্সা প্রচার’ বন্ধ করে নিজের সংখ্যালঘুদের শিক্ষা ও উত্থানে ব্যবস্থা নিক পাকিস্তান, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে বলল ভারত
সেইসঙ্গে তিনি বলেন, ভারত এক মজবুত গণতন্ত্রে যেখানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সমেত আমাদের সব নাগরিকের স্বার্থ সুরক্ষিত রাখতে স্বাধীন ও কার্যকর সাংবিধানিক মেকানিজম বহাল রয়েছে। আমাদের বিচারবিভাগের সিদ্ধান্ত সম্পর্কে পাকিস্তানের মন্তব্য দৃঢ়ভাবে আমরা প্রত্যাখ্যান করছি।
জেনিভা (সুইজারল্যান্ড): অযোধ্যা জমি বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনে পাকিস্তানের বক্তব্যের তীব্র নিন্দা করলেন ভারতীয় কূটনীতিক বিমর্ষ আরিয়ান। নিজস্ব স্বার্থপূরণে কুত্সা প্রচারে মিথ্যা না ছড়িয়ে পাকিস্তান বরং তার নিজের সংখ্যালঘুদের শিক্ষা ও উত্থানে ইতিবাচক, গঠনমূলক ভূমিকা পালন করুক, এই আবেদন জানান তিনি। সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে কমিশনের দ্বাদশ অধিবেশনে পাকিস্তানের বিবৃতির প্রতিক্রিয়ায় ভারতের জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে আরিয়ান বলেন, তথাকথিত ধর্মদ্রোহিতা আইনে পাকিস্তানের ধর্মীয়, ভাষাগত, জাতিগত, গোষ্ঠীগত সংখ্যালঘুদের নিজস্ব মৌলিক মানবাধিকার মারাত্মক ভাবে খর্ব করা হচ্ছে।
সেইসঙ্গে তিনি বলেন, ভারত এক মজবুত গণতন্ত্রে যেখানে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সমেত আমাদের সব নাগরিকের স্বার্থ সুরক্ষিত রাখতে স্বাধীন ও কার্যকর সাংবিধানিক মেকানিজম বহাল রয়েছে। আমাদের বিচারবিভাগের সিদ্ধান্ত সম্পর্কে পাকিস্তানের মন্তব্য দৃঢ়ভাবে আমরা প্রত্যাখ্যান করছি। একথা ব্যাপক সংখ্যক মানুষের জানা যে, পাকিস্তানে ধর্মীয়, জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত সংখ্যালঘুরা তথাকথিত ধর্মদ্রোহিতা আইনের ফলে নিজেদের মৌলিক অধিকারগুলি থেকে দারুণ ভাবে বঞ্চিত হচ্ছেন। যে দেশের নিজেদের নাগরিকরাই আসল গণতন্ত্রের স্বাদ কখনও পায়নি, তার কাছ থেকে গোটা বিশ্বের সংখ্যালঘুদের মানবাধিকার নিয়ে জ্ঞান শোনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন আরিয়ান।
তিনি বলেন, সংখ্যালঘুদের গুরুত্বপূর্ণ মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা এই মঞ্চে। কিন্তু সেই লক্ষ্যপূরণের পরিবর্তে পাকিস্তান স্রেফ নিজের কুঅভিসন্ধিমূলক প্রচার চালাতে মিথ্যা ভাষণ দিচ্ছে। সেটা ওদের বিবৃতি থেকেই পরিষ্কার। ওদের বক্তব্য বিকৃতি, ভুল ব্যাখ্যার জগাখিচুড়ি ভিন্ন কিছু নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement