Ind Vs Eng, 2021: প্রথম বলে বার্নসকে ফিরিয়ে ১১৪ বছরের পুরানো নজির ভাঙলেন অশ্বিন, নিলেন ছয় উইকেট
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অশ্বিন ছয়টি উইকেট নিয়েছেন। মূলত তাঁর বোলিং দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য ৪২০ রান। আর এই ইনিংসেই টেস্ট কেরিয়ারে ৩০০ তম উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা।
চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের চতুর্থ দিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৩৩৭ রানে। স্বাভাবিকভাবেই চাপে পড়ে ভারত। ইংল্যান্ড ২৪১ রানের বিশাল লিড পেয়ে যায়। তবে ইংল্যান্ড ভারতকে ফলো-অন করায়নি। তারা ফের ব্যাট করতে নামে। এই পরিস্থিতিতে ভারতের লক্ষ্য ছিল ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে দ্রুত অলআউট করা করা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতে অধিনায়ক বিরাট কোহলি বল তুলে দেন অভিজ্ঞ স্পিনার আর অশ্বিনের হাতে। অশ্বিন কিন্তু অধিনায়কের আস্থার যথাযথ মর্যাদা দিতে ভোলেননি। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই তিনি আউট করেন ইংল্যান্ডের ওপেনার রোরি বার্নসকে।
এরসঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি রেকর্ডের পুণরাবৃত্তি হল । ১১৪ বছর আগে কোনও স্পিনার ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকরা পার্ট ভোলগার। ইনিংসের প্রথম বলে প্রথম স্পিনার হিসেবে উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের ববি পিল ১৮৮৮-তে। সেজন্য তৃতীয় স্পিনার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অশ্বিন ছয়টি উইকেট নিয়েছেন। মূলত তাঁর বোলিং দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য ৪২০ রান। আর এই ইনিংসেই টেস্ট কেরিয়ারে ৩০০ তম উইকেট তুলে নিলেন ইশান্ত শর্মা।
অশ্বিনের ছয় উইকেটের পাশাপাশি শাহবাজ নাদিম ২ টি এবং জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মা নিয়েছেন একটি করে উইকেট।
চেন্নাই টেস্টের চতুর্থ দিনের সকালে লড়াকু অর্ধশতরানে ভারতকে তিনশো রানের গণ্ডি টপকে দেন ওয়াশিংটন সুন্দর। সোমবার সকালে রবিচন্দ্রন অশ্বিনকে (৩১) সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন ওয়াশিংটন সুন্দর। যদিও জ্যাক লিচ তাদের ৮০ রানের পার্টনারশিপে ভাঙন ধরান। কিছুক্ষণের মধ্যে সাজঘরে ফিরে যান শাহবাজ নাদিম (০), ইশান্ত শর্মা (৪), জসপ্রীত বুমরাহরা(০)।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান এসেছে জো রুটের ব্যাট থেকে। তিনি ৩২ বলে করেছেন ৪০ রান। এছাড়াও ওলি পোপ ২৮, ডম বেস ২৫, জস বাটলার ২৪, ডন লরেন্স ১৮ রান করেছেন।
ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে। রোহিত শর্মা মাত্র ১২ রান করে ফিরে গিয়েছেন।