এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
আগামী ১২ মার্চ ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ দক্ষিণ আফ্রিকার। এই সিরিজের দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে প্রত্যাবর্তন টপ অর্ডার ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস এবং ভ্যান ডার ডুসেনের।
জোহানেসবার্গ: আগামী ১২ মার্চ ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ দক্ষিণ আফ্রিকার। এই সিরিজের দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে প্রত্যাবর্তন টপ অর্ডার ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস এবং ভ্যান ডার ডুসেনের। প্রথমবার একদিনের দলে ডাক পেলেন বাঁহাতি স্পিনার জর্জ লিন্ড। ডুপ্লেসিস ও ডুসেনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
২৮ বছরের লিন্ড ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছেন। গত বছরের অক্টোবরে তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন। ১৩৩ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। তবরেজ সামসির জায়গায় তাঁকে একদিনের স্কোয়াডে নেওয়া হয়েছে। দলের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকছেন কেশব মহারাজ।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা বলেছেন, ভারতের বিরুদ্ধে স্কোয়াড নির্বাচন নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁরা এমনিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন। দলের অধিনায়ক কুইন্টন ডি কক।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হবে ১২ মার্চ ধর্মশালায়। এরপর লখনউ এবং তৃতীয় তথা শেষ ম্যাচ হবে ১৮ মার্চ কলকাতায়।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডুপ্লেসিস, কাইল ভেরিয়েন, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন স্মুটস, অ্যান্ডিল ফেহলুকায়ো, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, বিউরান হেনড্রিক্স, এনরিক নোর্জে, জর্জ লিন্ড, কেশব মহারাজ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement