ABP CVoter Exit Poll Results Live: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে
ABP CVoter Exit Poll 2022 News and Highlights: উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরে কোন দল সরকার গড়বে, কোন দল সবাইকে টেক্কা দেবে? এদিন ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল।
LIVE

Background
ABP CVoter Exit Poll Results 2022: মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু,ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে
গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় পাওয়া ইঙ্গিত অনুযায়ী,৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে।মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে।
ABP CVoter Exit Poll Results: উত্তরাখণ্ডে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কংগ্রেস, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, উত্তরাখণ্ডে ক্ষমতা বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস।সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৩২ থেকে ৩৮টি আসন। ক্ষমতা হারিয়ে বিজেপি জয়ী হতে পারে ২৬ থেকে ৩২টি আসনে। আম আদমি পার্টি সর্বোচ্চ ২ এবং অন্য দলগুলি ৩ থেকে ৭টি আসনে জয়ী হতে পারে।
ABP CVoter Exit Poll Results 2022: গোয়া এবার ত্রিশঙ্কু বিধানসভা, ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়
সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত,বিজেপির দখলে থাকা গোয়া বিধানসভায় এবার ত্রিশঙ্কু হতে পারে!সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত,৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে।অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫ আসন।
ABP CVoter Exit Poll Results: পাঞ্জাবে এবার পালা বদলে, ক্ষমতায় আসতে পারে আপ, ইঙ্গিত সি ভোটার বুথ ফেরত সমীক্ষায়
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী,পাঞ্জাবে এবার পালা বদলের ইঙ্গিত।কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করতে পারে আম আদমি পার্টি। সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত,পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস।২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট।বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন।১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।
ABP CVoter Exit Poll Results 2022: সি ভোটার এগজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি
সি ভোটার এগজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। দ্বিতীয় স্থানে থাকতে পারে অখিলেশের সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকতে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস থাকতে পারে চতুর্থ স্থানে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
