Farm Laws: তিন কৃষি আইন ফেরাবে না কেন্দ্র, নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন কৃষিমন্ত্রী
নাগপুরের অনুষ্ঠানে তোমর বলেছিলেন যে, আমরা কৃষি আইন নিয়ে এসেছিলাম। কিছু লোকজনের তা পছন্দ হয়নি। কিন্তু গত ৭০ বছরে স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার ছিল এই তিন কৃষি আইন।
নয়াদিল্লি: বাতিল হওয়া তিন কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমরের মন্তব্য নিয়ে আক্রমণ শানিয়েছিল কংগ্রেস। এরপরই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাঁর মন্তব্যের ব্যাখা দিয়ে বলেছেন, কেন্দ্র সংশোধিত আকারে কৃষি আইনগুলি পুনরায় চালু করবে না।
এর আগে একটি অনুষ্ঠানে কৃষি আইনের সমালোচকদের একহাত নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। এ ব্যাপারে কৃষকদের আশ্বস্ত করেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকারের এই একধাপ পিছিয়েছে এবং আবার এগিয়ে যাবে।
এরপরই কংগ্রেস নরেন্দ্র তোমরের মন্তব্যের সমালোচনা করে বলে, সরকার সংশোধিত আকারে তিনটি কৃষি আইন ফের নিয়ে আসার পরিকল্পনা করছে। কংগ্রেস অভিযোগ করে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট চুকলেই কেন্দ্র কৃষি আইন সংশোধিত আকারে নিয়ে আসার পরিকল্পনা করছে।
নাগপুরে শুক্রবারের অনুষ্ঠানে তাঁর মন্তব্য সম্পর্কে তোমর বলেছেন, আমি এ কথা বলিনি। আমি বলেছিলাম, সরকার ভাল কৃষি আইন তৈরি করেছিল। কিছু কারণে আমরা সেগুলি প্রত্যাহার করেছি। সরকার কৃষকদের কল্যাণে কাজ চালিয়ে যাবে।
নাগপুরের অনুষ্ঠানে তোমর বলেছিলেন যে, আমরা কৃষি আইন নিয়ে এসেছিলাম। কিছু লোকজনের তা পছন্দ হয়নি। কিন্তু গত ৭০ বছরে স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার ছিল এই তিন কৃষি আইন। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সরকার হতাশ নয়। আমরা এক ধাপ পিছিয়েছি। আমরা আবার এগিয়ে যাব। কারণ, কৃষকরাই দেশের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে শক্তিশালী করা গেলে, দেশ শক্তিশালী হবে।
কৃষকদের বছর ব্যাপী আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের প্রেক্ষাপটে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই মন্তব্য করেন। সরকার আবার এগোবে, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে কংগ্রেস সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেন যে, তিন কৃষক-বিরোধী আইন ফিরিয়ে আনার ব্যাপারে কেন্দ্রের চক্রান্ত আরও একবার ফাঁস হয়ে গিয়েছে। এটা স্পষ্ট যে, পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটলেই নয়া আকারে ওই তিন কালা আইন ফিরিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্র। পুঁজিবাদীদের চাপেই তারা এই পরিকল্পনা নিয়েছে।