Coronavirus Live : করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট
Corona virus Live updates : দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। সেখানে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।
LIVE

Background
Corona Virus Live Updates: করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট
করোনা-আতঙ্কের মধ্যেই চিনে তীব্র রক্ত সঙ্কট। এই পরিস্থিতিতে দেশের মানুষকে সুরক্ষা নিয়ে রক্তদান করার আহ্বান জানানো হচ্ছে সেখানে।
Covid Live Updates: সোমবার থেকেই দিল্লির হাসপাতালগুলিতে কোভিড-প্রস্তুতি খতিয়ে দেখা শুরু হচ্ছে
সোমবার থেকেই দিল্লির হাসপাতালগুলিতে কোভিড-প্রস্তুতি খতিয়ে দেখা শুরু হয়ে যাবে। অক্সিজেন সিলিন্ডার, বেড ও ভেন্টিলেটরের ব্যবস্থা খতিয়ে দেখা হবে।
Corona Virus Live Updates: মুম্বইয়ে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত
মুম্বইয়ে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত। সক্রিয় আক্রান্তের সংখ্যা পৌঁছল ৫০-এ।
Corona Virus Live Updates: দৈনিক কোভিড ডেটা দেওয়া বন্ধ করবে চিনের ন্যাশনাল হেল্থ কমিশন
সংক্রমিত বহু মানুষ। এই পরিস্থিতিতে তথ্য নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। তাই আপাতত দৈনিক কোভিড ডেটা দেওয়া বন্ধ করবে চিনের ন্যাশনাল হেল্থ কমিশন।
Covid Live Updates: চিন ফেরত ব্যক্তি আগ্রার বাড়িতেই আইসোলেশনে
চিন থেকে দুই দিন আগে ফেরার বছর ৪০-এর এক ব্যক্তি কোভিড পজিটিভ। তাঁকে আগ্রার বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। বললেন উত্তরপ্রদেশের চিফ মেডিক্যাল অফিসার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
