PM-CM Virtual Meet: দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী
বৈঠক শুরু আজ বেলা সাড়ে ১২টায়
নয়াদিল্লি: দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ বেলা সাড়ে ১২টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে।
গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী।
এই পরিস্থিতিতে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।
রাজ্যে ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৯ হাজার ৮৩১।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১১৮।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৪৯২ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৬ হাজার ২৯১।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ১৯১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৭ হাজার ৪৫৫।
সম্প্রতি, করোনা আক্রান্তের তালিকায় নাম উঠেছে একাধিক সেলিব্রিটি ও তারকা। সাম্প্রতিকতম, করোনা-আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এর আগে, কোভিড আক্রান্ত হন ফুটবলার সুনীল ছেত্রী। করোনার থাবা আবারও পড়েছে বলিউডে। মারণ ভাইরাসে আক্রান্ত রণবীর কপূর, পরিচালক সঞ্জয় লীলা বনশালী প্রমুখ।
অন্যদিকে, করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২৬ লক্ষ ৬৯ হাজার ৭১০ জনের। আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার ২৮৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬ কোটি ৮৪ লক্ষ ১৪ হাজার ৪০৪ জন।