Fixed Deposit Rate: ৯ শতাংশ সুদ, এই দুই ব্যাঙ্ক দিচ্ছে বিশেষ অফার
FD Rate Hike: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চমবার রেপো রেট বাড়ানোর আগেই ফিক্সড ডিপোজিটে সুদ বাড়িয়েছিল কিছু ব্যাঙ্ক। নতুন করে রেপো রেট বৃদ্ধিতে ফের বাড়তে পারে সুদ।
FD Rate Hike: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চমবার রেপো রেট বাড়ানোর আগেই ফিক্সড ডিপোজিটে সুদ বাড়িয়েছিল কিছু ব্যাঙ্ক। নতুন করে রেপো রেট বৃদ্ধিতে ফের বাড়তে পারে সুদ। এই পরিস্থিতিতে আপনি যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে এই দুটি ব্যাঙ্কের সুদের হার দেখতে পারেন। যেগুলি আপনাকে FD-তে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারে। তবে এই সুদ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এফডিতে 4.5 থেকে 9 শতাংশ সুদ দিচ্ছে। নির্দিষ্ট মেয়াদে ৯ শতাংশ সুদ দিচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠান। ব্যাঙ্ক কেবল 181 দিন ও 501 দিনের মেয়াদে বার্ষিক 9 শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও সাধারণ নাগরিকরা একই মেয়াদে 8.50 শতাংশ সুদের সুবিধা পেতে পারেন। এই সুদ নাগরিকদের বছরের ভিত্তিতে দেওয়া হবে।
Suryoday Small Finance Bank: প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের দেওয়া এই বিশেষ মেয়াদের এফডি-তে 9.59 শতাংশ সুদ দেওয়া হয়। এই এফডির মেয়াদ 5 বছর। একই মেয়াদে সাধারণ নাগরিকের জন্য FD হার 9 শতাংশ। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ৬ ডিসেম্বর এফডির হার বাড়ানো হয়। এই বৃদ্ধির পর সাধারণ মানুষকে 4 শতাংশ থেকে 9 শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। একই সময়ে, FD-তে প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ 4.50 শতাংশ থেকে 9.59 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।
অন্যান্য ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি কত সুদ দিচ্ছে
Utkarsh Small Finance Bank FD-এ কমপক্ষে ৮ শতাংশ ও সর্বোচ্চ ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৮ শতাংশ ও প্রবীণ নাগরিকদের জন্য ৮.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। একইভাবে, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
FD Interest Rates: বিনিয়োগকারীদের জন্য সুখবর। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির পরই ক্রমশ বেড়েই চলেছে ব্যাঙ্কগুলির সুদের হার। এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল বেশকিছু বেসরকারি ব্যাঙ্ক।
Fixed Deposit Rates: সম্প্রতি, দেশের বৃহত্তম বেসরকারি খাতের অ্যাক্সিস ব্যাঙ্ক তার ২ কোটি টাকার বেশি এফডি-তে সুদের হার (FD Rate) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই-ভিত্তিক DCB ব্যাঙ্ওক তার সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য একটি বিশেষ FD চালু করেছে। যেখানে আপনি ২ কোটি টাকার কম আমানতে ৮.২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাবেন। আপনি যদি এই দুটি ব্যাঙ্কের সঙ্গে এফডি করার পরিকল্পনা করেন, তাহলে জেনে নিন বিস্তারিত তথ্য।
আরও পড়ুন : SBI Life Insurance: ১ লাখ দিয়ে ১ কোটি, স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এই স্কিম