Guwahati waiter’s viral dance video রেস্তোরাঁয় ওয়েটারের ডান্স স্টেপ আপনাকে মুগ্ধ করবে, দেখুন
পেশার ওয়েটার কিন্তু নেশায় ডান্সার। সম্প্রতি নেটদুনিয়ার ভাইরাল এমনই এক যুবকের ভিডিও। যার নাচের স্টেপে মাতোয়ারা হল নেটিজেনেরা
সোশ্যাল মিডিয়া প্রায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে কিছু না কিছু ভিডিও। তবে আজ যার ভিডিও আপনাদের দেখাব, দু দিন আগে পর্যন্তও তাকে কেউ চিনত না।
কথা বলছি গুয়াহাটির একটি রেস্তোরাঁর এক ওয়েটারের। পকেটের জন্য় ওয়েটারের কাজ করলেও, তার নাচের স্টেপ দেখলেই বুঝতে পারবেন, যুবকটি মনে প্রাণে একজন একনিষ্ঠ ডান্সার। মাত্র দু মিনিটের ভিডিতেই এই তরুণ জায়গা করে নিয়েছে হাজারো মানুষের মনে।
নাম সুরজিৎ ত্রিপুরা, বয়স ২৩। কিন্তু তিনি যখন, 'বাগী' ছবির গান,‘গার্ল আই নিড ইউ’তে নাচ দেখালেন, রেস্তোরাঁয় থাকা মানুষজন প্রায় হতবাক। জানা যাচ্ছে রেস্তোরাঁয় আসা এক গ্রাহকের জন্মদিন উপলক্ষ্য়েই এই নাচ প্রদর্শন করেছিল সুরজিৎ। আর সেখানে উপস্থিত মানুষজনের মধ্য়েই কেউ সেই নাচের ভিডিও করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে দেন। তারপরই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। অনেকেই নাকি ওই ব্য়ক্তিকে অনুরোধ করেছিলেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করার জন্য়। কারণ ছেলেটির প্রভিতা দেখে কার্যতই মুগ্ধ হয়ে যায় রেস্তোরাঁর সকলে।
সুরজিৎ ত্রিপুরা জানিয়েছেন, ভবিষ্য়তে তিনি ডান্স রিয়েলিটি শো'তে অংশ নিতে অত্য়ন্ত ইচ্ছুক।
সুরজিতের নাচ দেখার পর প্রশংসার ভরে গেছে কমেন্ট বক্স।
কেউ লিখেছেন, খুব ভালো কাজ, ভবগান তোমায় আশীর্বাদ করুক। তো কেউ লিখেছন, এই যুবকের উচিত ডান্স ইন্ডিয়া ডান্সে অংশ নেওয়া, কারণ সকলেই দেখতে পাচ্ছেন এই যুবক কতটা গুনী। পাশাপাশি, তার নাচের গুনের প্রশংসা করে, ভবিষ্য়তে তার উন্নতি জন্য় শুভকামনাও করেছেন প্রচুর মানুষ।
তবে ভিডিওটি কবে তুলে আপলোড করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য় পাওয়া যায়নি।