Heatwave: দিল্লির পর জ্বলছে নাগপুর, তাপমাত্রার পারদ ছুঁল ৫৬ ডিগ্রি!
Heatwave: দিল্লির পর এবার নাগপুরেরও তাপমাত্রার পারদ পেরল হাফ সেঞ্চুরির গণ্ডি। বৃহস্পতিবার সেখানকার দুটি অটোমেটিক ওয়েদার মেশিনে তাপমাত্রার পারদ উঠতে দেখা গেছে ৫৬ ও ৫৪ ডিগ্রি সেলসিয়াসে।
নাগপুর: সদ্যই দিল্লিতে ৫২ ডিগ্রি টপকে গেছিল তাপমাত্রার পারদ। ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরেই হাহাকার লেগে গেছিল দেশের রাজধানীতে। এবার নাগপুরেও (Nagpur) তাপমাত্রা হাফ সেঞ্চুরির গণ্ডি (Heatwave) পেরিয়ে পৌঁছে গেল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে!
বৃহস্পতিবার নাগপুরে আবহাওয়া দফতরের চারটি অটোমেটিক মেশিনের মধ্যে দুটি মেশিনে ৫০ ডিগ্রির বেশি তাপমাত্রা পৌঁছতে দেখা গেছে বলে প্রকাশিত হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, নাগপুরের উত্তর আমাজারি রোডের ধারে অবস্থিত রামদাসপেটের ডঃ পাঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপীঠের ২৪ হেক্টর কৃষি জমির মাঝখানে থাকা অটোমেটিক ওয়েদার মেশিনে এই তাপমাত্রা ধরা পড়ে। পাশাপাশি সোনেগাও এলাকায় থাকা আঞ্চলিক আবহাওয়া দফতরের থাকা মেশিনে তাপমাত্রার পারদ উঠতে দেখা যায় ৫৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে ওয়ার্ধা রোডের ধারে খাপরির সেন্ট্রাল ইন্সটিটিউট অফ কটন রিসার্চের জমি ও রামটেকে থাকা বাকি মেশিন দুটোয় গতকাল তাপমাত্রার পারদ উঠতে দেখা গেছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপমাত্রার পারদ ৫৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর কোনও খবর দেওয়া হয়নি। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে নাগপুরের তাপমাত্রা ৫৬ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার খবর প্রকাশ করার পাশাপাশি আঞ্চলিক আবহাওয়া দফতরের একজন সিনিয়র সায়েন্টিস্টের বক্তব্য প্রকাশ করা হয়েছে। তাতে তিনি জানিয়েছেন, প্রচণ্ড গরমের কারণে অটোমেটিক ওয়েদার মেশিন খারাপও হয়ে যেতে পারে। তার ফলেও উল্টোপাল্টা তাপমাত্রা দেখাতে পারে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে দেশের রাজধানীর তাপমাত্রা ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত গরমের কারণে শহরজুড়ে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ৮ হাজার মেগাওয়াট।
প্রসঙ্গত উল্লেখ্য, তাপপ্রবাহের জেরে গতকালই বিহারের সরকারি হাসপাতালে ২ ঘণ্টায় মৃত্যু হয় ১৬ জনের। শুক্রবারও ওড়িশায় হিটস্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও ওড়িশাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার কথা জানা গেছে। সেখানে আবহাওয়া দফতরের তরফে আগামীকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Weather Update: তীব্র গরমে নাজেহাল ওড়িশাও, হিটস্ট্রোকে ১৪ জনের মৃত্যুর অনুমান