Independence Day 2022: স্বাধীনতা দিবসে অতিথি মার্কিন-কৃষ্ণাঙ্গ তারকা মেরি, গাইবেন ‘জন গণ মন’, ‘ওম জয় জগদীশ’
Mary Millben: ভারতের স্বাধীনতা দিবসে আমেরিকার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মেরি।
![Independence Day 2022: স্বাধীনতা দিবসে অতিথি মার্কিন-কৃষ্ণাঙ্গ তারকা মেরি, গাইবেন ‘জন গণ মন’, ‘ওম জয় জগদীশ’ Independence Day 2022 US singer Mary Millben to perform in the celebrations Independence Day 2022: স্বাধীনতা দিবসে অতিথি মার্কিন-কৃষ্ণাঙ্গ তারকা মেরি, গাইবেন ‘জন গণ মন’, ‘ওম জয় জগদীশ’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/0a0ea0b46893faa0c6cada08dccc45b01659890919_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: স্বাধীনতার অমৃত মহোৎসবের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে এ বারের বিশেষ অতিথি আমেরিকার কৃষ্ণাঙ্গ তারকা তথা সাংস্কৃতিক দূত মেরি মিলবেন (Mary Millben)। আগামী ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে (Independence Day 2022) দেশের ১৪০ কোটি মানুষের সামনে ‘জন গণ মন’ এবং ‘ওম জয় জগদীশ’ গাইবেন তিনি। স্বাধীনতা দিবসে এই প্রথম কোনও মার্কিন-কৃষ্ণাঙ্গ শিল্পীকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল। বিদেশ মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর (ICCR) তরফে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।
স্বাধীনতা দিবসে অতিথি আমেরিকার কৃষ্ণাঙ্গ তারকা তথা সাংস্কৃতিক দূত মেরি মিলবেন
ভারতের স্বাধীনতা দিবসে আমেরিকার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মেরি। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘ভারতের স্বাধীনতার ৭৫তম পূর্তিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করতে পেরে আনন্দিত আমি। ১৯৫৯ সালে মার্টিন লুথার কিং জুনিয়র প্রথম বার ভারতে তীর্থে গিয়েছিলেন। ওঁর পদঙ্ক অনুসরণ করতে পেরে আনন্দিত আমি। আমিও প্রথম বার ভারতে যাচ্ছি।’’
Excited to celebrate the 75th Anniversary of India’s Independence in #India, joined by @prisocent! Thank you @iccr_hq, @MEAIndia, @StateDept, @Delta, @airfrance, @IndiainNewYork, @IndianEmbassyUS, @IndiasporaForum.#HarGharTiranga #AmritMahotsav #AzadiKaAmritMahotsav #IndiaAt75 pic.twitter.com/lstToD0hUa
— Mary Millben (@MaryMillben) August 7, 2022
আরও পড়ুন: Tejas Fighter Jet: মালয়েশিয়াই নয়, তেজস কিনতে আগ্রহী আমেরিকাও! চাহিদা বাড়ছে ভারতীয় যুদ্ধবিমানের!
ভিডিও বার্তায় ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও অভিনন্দন জানান মেরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকায় ভারতের রাষ্টরদূত তরণজিৎ সিংহ সাঁধু এবং ভারত সরকারকেও শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক এনএফটি সংস্থা Abris-এর কর্ণধার তথা ইন্দো-মার্কিন সম্পর্কের কৌশলগত উপদেষ্টা প্রিয়া সামন্তের সঙ্গে ভারতে আসছেন মেরি। ইন্ডিয়াস্পোরা গ্লোবাল ফোরামের দশমতম বছরে উপস্থিত থাকবেন।
এর আগে, ২০২০ সালে ভার্চুয়াল মাধ্যমে ১৫ অগাস্ট ‘জন গণ মন’ গেয়ে ছিলেন মেরি। সে বছর দীপাবলিতে ‘ওম জয় জগদীশ’ও গেয়েছিলেন। তাঁর সেই গানের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল।
‘জন গণ মন’ এবং ‘ওম জয় জগদীশ’ গাইবেন মেরি
বিভিন্ন সময় ভারতের প্রতি নিজের ভালবাসার কথাও ব্যক্ত করতে দেখা গিয়েছে মেরিকে। তাঁর কথায়, ‘‘আমি আমেরিকাকে যেমন ভালবাসি, ভারতকেও গভীর ভাবে ভালবাসি। দুই মহান দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধনের মাধ্যম হিসেবে, স্বাধীনতা এবং গণতন্ত্রের ধ্বজা ধরে রাখায় প্রতিশ্রুতিবদ্ধ আমি।’’ আগামী ৯ থেকে ১৬ অগাস্ট ভারতে থাকবেন মেরি। ১৭ অগাস্ট উত্তরপ্রদেশ এবং ২২ অগাস্ট মুম্বইয়েও যাবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)