এক্সপ্লোর
Advertisement
India Corona Update : করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা
India Corona Update - দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০।
India Coronavirus : দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৪ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৩৮ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭।
স্কুল-কলেজ খুলে গেছে। বাসে, মেট্রোয়, ট্রেনে, স্টেশনে সেই চেনা ভিড়। দোকান-পাট, বাজারহাট গমগম করছে। বিনোদন পার্ক থেকে পর্যটন কেন্দ্র । আগের মতোই সরগরম। বহু প্রতীক্ষিত সেই মন ভাল করা ছবি। তবে এই স্বস্তির মধ্যেই চিকিৎসকরা বলছেন, একটু একটু করে ফের বাড়ছে করোনা!
আরও পড়ুন :শিশুদের নিয়ে উদ্বেগ, চোখরাঙানি টোম্যাটো ফ্লু-র, নজর রাখুন এই ৮ উপসর্গে
বাংলাতেও বাড়ছে করোনা
স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান বলছে, আগের ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে পড়েছেন। বৃহস্পতিবারও সংখ্যাটা ছিল ৩ হাজারের ওপরেই। তবে শুক্রবার দৈনিক সংক্রমিতের সংখ্যা কিছুটা বেড়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের।- জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৯৩ জন।
- কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৬৫৩।
করোনা যখন ধীরে ধীরে ফের মাথাচাড়া দিচ্ছে, তখন বিনামূল্যে সরকারিভাবে বুস্টার ডোজ দেওয়া শুরু হল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টার মিলিয়ে শুক্রবার কলকাতার মোট ১৩৩টি কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৭২২ জনকে। কোভ্যাকসিনের বুস্টার পেয়েছেন ৭৫২ জন।
View this post on Instagram
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement