India Coronavirus : সামান্য কমলেও এখনও আজও ১৮ হাজারের বেশিই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের।হু হু করে সংক্রমণ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
![India Coronavirus : সামান্য কমলেও এখনও আজও ১৮ হাজারের বেশিই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা India Coronavirus Records 18,840 Covid Cases, 42 Deaths In A Day India Coronavirus : সামান্য কমলেও এখনও আজও ১৮ হাজারের বেশিই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/4d8216522ba625543c80c2e097eeaa761657429224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
India Coronavirus Update : উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও তা আজও ১৮ হাজারের বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮৪০।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের।
রাজ্যে করোনা পরিস্থিতি
রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে করোনা। শনিবারের হেল্থ বুলেটিন বলছে, রাজ্যে একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। টানা ৫ দিন ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন। - গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।
- পজিটিভিটি রেট: ১৫.৬৯%
- হু হু করে সংক্রমণ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
- কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা।
- শনিবারের পরিসংখ্যান বলছে, গত ৫ দিন ধরে, সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪৩)
- সংক্রমণ বাড়ছে, হুগলি , দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়ায়।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন অর্থাত্ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ন’দিনেই আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে।
WB COVID-19 Daily Health Bulletin: 09 July 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 9, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৯ জুলাই ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/n3zoMgJKrn
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)