Lakhimpur Kheri Violence : লখিমপুর খেরির ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ ও তাঁর ছেলের গ্রেফতারি দাবি আপ-এর
লখিমপুর খেরিতে রবিবারের হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর...
নয়া দিল্লি : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে রবিবারের হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করল আম আদমি পার্টি। দলের তরফে তাঁর ইস্তফা দাবি করেন মণীশ শিসোদিয়া। এর পাশাপাশি এখনই তাঁর ছেলের গ্রেফতারিও দাবি করা হয়েছে।
উত্তরপ্রদেশের এই ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে একহাত নেন শিসোদিয়া। তিনি বলেন, গোটা দেশের মানুষ দেখেছে কীভাবে বিজেপি সরকারের একজন কেন্দ্রীয়মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষকদের পিষে মেরেছে। লজ্জাজনক, যোগী সরকার উত্তরপ্রদেশে জঙ্গলের রাজত্ব চালাচ্ছে। রাজ্যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে। আমাদের দাবি, তাঁর ছেলেকে এখনই গ্রেফতার করা হোক । এর পাশাপাশি মন্ত্রীকে তাঁর পদ থেকে সরাতে হবে। বিজেপিকে একহাত নিয়ে মণীশ বলেন, বিজেপি দলের নেতা এবং তাঁর ছেলেকে বাঁচাতে চাইছে।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কয়েকজন কৃষককে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে। পাল্টা কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে তাদের দলের ৩ কর্মী ও এক চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
কৃষক নেতা রাকেশ টিকায়েতের পক্ষ থেকে সর্বপ্রথম দাবি করা হয়েছিল যে, ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। আন্দোলনকারী কৃষকদের এই দাবি মেনে অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হত্যা, অনিচ্ছাকৃত হত্যা, দুর্ঘটনা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দোষীদের গ্রেফতার না হওয়ার পর্যন্ত মৃতদের শেষকৃত্য করা হবে না। উল্লেখ্য, গতকালের হিংসার ঘটনায় চার কৃষক সহ আটজনের মৃত্যু হয়েছিল।