Makar Sankranti 2022 : এই সময়ে ধনু রাশি ত্যাগ করেন সূর্য দেবতা, জেনে নিন মকর সংক্রান্তির তারিখ ও তাৎপর্য
Makar Sankranti 2022 : উৎসবটি পশ্চিমবঙ্গে 'পৌষ সংক্রান্তি' নামে পরিচিত। যেহেতু পৌষ মাসে হিন্দু ক্যালেন্ডার মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত...
কলকাতা : এবছর ১৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে মকর সংক্রান্তি উৎসব। এর তাৎপর্য, সূর্যের মকর রাশিতে প্রবেশের সঙ্গে যুক্ত। সূর্য দেবতা (Sun God) ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করলে মকর সংক্রান্তি পালন করা হয়।
এই উৎসব সর্বদা ১৪ বা ১৫ জানুয়ারি পালিত হয়। এক বছরে, সূর্য ১২টি রাশির মধ্য দিয়ে যায় এবং যে রাশিতে এটি প্রবেশ করে তাকে তার সংক্রান্তি বলা হয়। এ বছর সূর্য মকর রাশিতে প্রবেশ করবে ১৪ জানুয়ারি।
মকর সংক্রান্তিতে পবিত্র নদীতে স্নান করার এবং গরিবদের কালো তিল, তিলের লাড্ডু, চাল, শাকসবজি, ডাল, হলুদ, ফল এবং অন্যান্য জিনিস দান করার প্রথা রয়েছে।
আরও পড়ুন ; পৌষমেলায় বাঙালির রসনাতৃপ্তিতে নলেন গুড়, পিঠেপুলি
উৎসবটি পশ্চিমবঙ্গে 'পৌষ সংক্রান্তি' (Paush Sankranti) নামে পরিচিত। যেহেতু পৌষ মাসে হিন্দু ক্যালেন্ডার মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এটি পৌষ সংক্রান্তি নামে পরিচিত। এই দিনটি গোটা পশ্চিমবঙ্গজুড়ে মহাসমারোহে পালিত হয়। অনেকে এই উপলক্ষে পিকনিক করেন।
মকর সংক্রান্তির অপর নাম খিচড়ি। বিশেষ করে পূর্ব উত্তর প্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে এই উপলক্ষে খিচুড়ি তৈরি করে খাওয়া হয়। মকর সংক্রান্তিতে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে খিচুড়ি দেওয়ার রেওয়াজ রয়েছে। এই দিন থেকে প্রয়াগরাজেও মাঘ মেলার আয়োজন করা হয়। মকর সংক্রান্তির অপর নাম মাঘি।
গুজরাতে এটি 'উত্তরায়ন উৎসব' নামে পরিচিত। এই উপলক্ষে সেখানে একটি ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় । সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীরা এখানে আসেন। উত্তরায়নের দিনে স্নান ও উপবাস বাধ্যতামূলক।
কর্ণাটকেও এই দিনে স্নান এবং দান করার প্রথা রয়েছে। অসমে বিহুকে স্মরণ করা হয় এবং লোকেরা নতুন ফসলের আনন্দ করেন। বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করেন। দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে 'পঙ্গল' উদযাপন করা হয় এবং এই দিনে সূর্য দেবতাকে ক্ষীর দেওয়া হয়।