(Source: ECI/ABP News/ABP Majha)
Mumbai Cruise Drugs Case: ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে বলিউডের এক প্রযোজকের বাড়ি, দফতরে তল্লাশি এনসিবি-র, করা হল তলব
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে শহরজুড়ে এনসিবি অভিযান চলছে...
মুম্বই: ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে এবার নাম জড়াল মুম্বইয়ের এক প্রযোজকের। বান্দ্রা এলাকায় ওই প্রযোজকের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় এনসিবি। এদিন দুপুরে ওই প্রযোজককে তলব করা হয়েছে এনসিবি দফতরে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে শহরজুড়ে এনসিবি অভিযান চলছে।
এনসিবি মুম্বই জোনের অধিকর্তা সমীর ওয়াংখেড়ে শুক্রবার জানান, এনসিবি এবং প্রসিকিউশন ক্রুজকাণ্ডে যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, মামলা আমাদের পক্ষে। শক্তিশালী যুক্তি আদালতে পেশ করা হবে।
এদিকে, মুম্বইয়ের আর্থার রোড জেলে কাটল মাদককাণ্ডে ধৃত শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম রাতটা। গতকাল আদালতে খারিজ হয়ে যায় আরিয়ানের জামিনের আবেদন।
সূত্রের খবর, আরিয়ানকে রাখা হয়েছে কোয়ারেন্টিন সেলে। দেওয়া হচ্ছে বন্দিদের জন্য নির্দিষ্ট খাবার। শুক্রবার জামিনের আবেদন খারিজের পর, শনি-রবিবার আদালত ছুটি থাকায়, আপাতত তিনদিন জেলেই কাটাতে হবে শাহরুখ-পুত্রকে।
আরও পড়ুন: শাহরুখ পুত্রকে দেওয়া হচ্ছে জেল বন্দিদের জন্য নির্দিষ্ট সাধারণ খাবার
এর আগে, শুনানিতে আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ। অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, আরিয়ান এবং মাদককাণ্ডে ধৃত অর্চিতের হোয়াটসঅ্যাপের কথোপকথনে ফুটবলের কথা উল্লেখ করা হয়েছে। এনসিবি মনে করছে, ফুটবল শব্দের মাধ্যমে সাঙ্কেতিকভাবে বেশি পরিমাণ মাদকের কথা বলা হচ্ছে।
অতিরিক্ত সলিসিটর জেনারেল আরও দাবি করেন, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা প্রভাবশালী। জামিন দেওয়া হলে প্রমাণ নষ্ট করার আশঙ্কাও রয়েছে।
আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে এই যুক্তির বিরোধিতায় বলেন, তাঁর মক্কেল গত ৭ দিন ধরে হেফাজতে। আরিয়ানের ফোন থেকে যা যা নথি সংগ্রহ করার, তা করা হয়ে গেছে।
এরপর অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, এনডিপিএস আইন অনুযায়ী, এই ধরনের মামলার ক্ষেত্রে জামিন আর্জির শুনানি হতে পারে একমাত্র সেশনস কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে নয়।
আরও পড়ুন: আরিয়ানের চ্যাটে 'ফুটবল' কেন? মাদক সংক্রান্ত কোন সংকেত?
সওয়াল-জবাব শেষে আরিয়ান, আরবাজ আর মুনমুন ধামেচার জামিনের আবেদন খারিজ করে দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এম নারলিকার।
সোমবার আরিয়ানের আইনজীবীরা ফের তাঁর জামিনের আবেদন জানাবেন বলে মনে করা হচ্ছে।