(Source: ECI/ABP News/ABP Majha)
Nagaland Violence : নাগাল্যান্ডে নারকীয়! আজ যাচ্ছে সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল
Nagaland Violence : কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর।
নয়াদিল্লি : নাগাল্যান্ডে ( Nagaland ) যাচ্ছে তৃণমূলের (TMC)প্রতিনিধিদল। গতকালই ঘটনার কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে আজ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নাগাল্যান্ডে যাচ্ছে। দলে রয়েছেন আরও তিন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, অপরূপা পোদ্দার ও মিজোরামের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব। মন জেলার ওটিং-এ গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা।
সেনার গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। ঘটনার সঠিক তদন্ত ও নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী। ফের রক্তাক্ত উত্তর-পূর্ব! এবার নাগাল্যান্ড!
আরও পড়ুন :
খনির কাজ সেরে ফিরছিলেন, জঙ্গি সন্দেহে ১৩ গ্রামবাসীকে গুলি করে মারার অভিযোগ নাগাল্যান্ডে
জঙ্গি সন্দেহে নিরীহ গ্রামবাসীদের ওপর গুলিবৃষ্টি! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৪ জন গ্রামবাসী! মৃত্যু হল এক জওয়ানেরও। দুঃখ প্রকাশ করল অসম রাইফেলস কর্তৃপক্ষ!
নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রাম। একেবারে মায়ানমার সীমান্ত ঘেঁষা। ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। কিন্তু অনুপ্রবেশকারী রুখতে গিয়েই শনিবার রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা!
স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর।
তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মৃত্যু হয় এক জওয়ানের। বাইট - টোখিহো ইয়েপথমি, NDPP সাংসদ, নাগাল্যান্ড
ঘটনার জেরে রবিবার দিনভর অশান্তি চলে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায়। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে।
অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অশান্তি যাতে না ছাড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস বিবৃতি দিয়ে জানায়, গোয়েন্দা সূত্রে টিরু গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই চলে অভিযান। এমন ঘটনা গভীর দুঃখের।
মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্তরা যাতে সুবিচার পান, তা নিশ্চিত করতে হবে।
পরে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করেন, রাজ্য সরকার সিট গঠন করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত হবে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা দেখা হবে।