Helicopter on Mars: মঙ্গলে হেলিকপ্টারের সফল উড়ান
মঙ্গলে ইনজেনুইটি হেলিকপ্টারের সফল উড়ান। জানাল নাসা। এই হেলিকপ্টারটি তৈরি করতে ৬ বছর সময় লেগেছে।
ওয়াশিংটন ডিসি : মঙ্গলে ইনজেনুইটি হেলিকপ্টারের সফল উড়ান। জানাল নাসা। এই হেলিকপ্টারটি তৈরি করতে ৬ বছর সময় লেগেছে।
"উচ্চতামাপক যন্ত্রের মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে যে ইনজেনুইটির প্রথম উড়ান সফল হয়েছে। অন্য গ্রহে যন্ত্রচালিত কোনও বিমানের প্রথম উড়ান এটা।" নাসার এক ইঞ্জিনিয়ার এই ঘোষণা করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন কন্ট্রোল রুমে উপস্থিত অন্য সদস্যরা।
ইনজেনুইটির সফল উড়ানের পর একটি ভিডিয়ো ক্লিপ টুইট করে নাসা। তাতে দেখা যাচ্ছে, চার পাউন্ডের চপারটি প্রথমে জমিতে অবতরণ করে। এরপর মার্টিয়ান পৃষ্ঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুনরায় জমি স্পর্শ করে।
এছাড়া ইনজেনুইটি নিজস্ব ক্যামেরা থেকে একটি সাদা-কালো ছবি তোলা হয়েছে। যেখানে মঙ্গলের জমিতে হেলিকপ্টারের নিজস্ব ছায়া দেখা যাচ্ছে।
সফল উড়ানের পর নাসার এই টিমের প্রধান ইঞ্জিনিয়ার মিমি অঙ্গ তাঁর দলের সদস্যদের উদ্দেশে বলেন, এরপর আমরা বলতে পারি যে মানবজাতি অন্য গ্রহে রোটোরক্র্যাফ্ট পাঠিয়েছে। আমরা দীর্ঘদিনম ধরে রাইট ভাইদের মঙ্গল-মুহূর্তের কথা আলোচনা করছি। এটাই সেই মুহূর্ত।
প্রসঙ্গত, ১৯০৩ সালে উত্তর ক্যারোলিনার কিটি হকে প্রথম যন্ত্রচালিত বিমানে সাফল্য পেয়েছিলেন অর্ভিল ও উইলবার রাইট। সেই সাফল্যকে সম্মান জানাতে ওই বিমানের এক টুকরো ইনজেনুইটির ভিতরে তাপ্পি মারা হয়।