এক্সপ্লোর
New Labour Codes: এক বছরেই মিলবে গ্র্যাচুইটি, মহিলা-পুরুষ সমান বেতন, শ্রম বিধির খসড়া নিয়ম প্রকাশিত
Draft Labour Code Rules: নয়া শ্রম বিধি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? ছবি: ABP Live AI, ফাইল চিত্র।
ছবি: ABP Live AI.
1/17

চারটি শ্রমবিধির খসড়া বিধিনিয়ম প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ঢের আগেই সংসদে চারটি শ্রম বিধি পাস হয়ে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত দেশব্যাপী তা কার্যকর হয়নি। নয়া শ্রম বিধি নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানাতে শুরু করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সেই আবহেই বুধবার খসড়া বিধিনিয়ম প্রকাশ করল কেন্দ্র।
2/17

কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে নয়া শ্রম বিধি নিয়ে সকলের মতামত জানতে চাওয়া হয়েছে। খসড়া বিজ্ঞপ্তি জারির পর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে শ্রমবিধি নিয়ে আপত্তি, সুপারিশ জানানো যাবে। শলা-পরামর্শ পর্ব শেষ হলে চূড়ান্ত শ্রম বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র। মার্চ মাসে যদি চূড়ান্ত বিধিনিয়ম জারি করা যায়, সেক্ষেত্রে আগামী ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
Published at : 01 Jan 2026 03:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















