Ola Electric Scooter: ই-স্কুটার নিয়ে বড় ঘোষণা ওলার, ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের হাজার শহরে টেস্ট রাইড
এরমধ্যে ১০ নভেম্বর বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ, কলকাতায় শুরু হয়েছে ওলা ই-স্কুটারের টেস্ট রাইড। এরপর ১৯ নভেম্বর দেশের আরও পাঁচ শহর, চেন্নাই, হায়দরাবাদ, কোচি, মুম্বই ও পুণেতে টেস্ট রাইড শুরু হয়ে গিয়েছে।
![Ola Electric Scooter: ই-স্কুটার নিয়ে বড় ঘোষণা ওলার, ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের হাজার শহরে টেস্ট রাইড Ola electric scooter rides to be available in 1000 cities by Dec 15 Ola Electric Scooter: ই-স্কুটার নিয়ে বড় ঘোষণা ওলার, ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের হাজার শহরে টেস্ট রাইড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/ec129d3604fb7dee407068624c457fb1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ই-স্কুটার নিয়ে বড় ঘোষণা ওলার। ১৫ ডিসেম্বরের মধ্যেই এবার প্রায় ১০০০টি শহরের ক্রেতারা ওলা এস১ ইলেকট্রিক স্কুটারে (Ola S1 electric scooter) টেস্ট রাইড (Test Ride) করার সুযোগ পাবেন। শনিবার জানাল বৈদ্যুতিক যান প্রস্তুতকারক সংস্থা (Electric vehicle manufacturer) 'ওলা ইলেক্ট্রিক' (Ola Electric)। যাঁরা যাঁরা ইতিমধ্যেই ওলা এস১ ও এস১ প্রো স্কুটার কিনেছেন বা বুকিং করেছেন, প্রথমে তাঁরাই টেস্ট রাইডের সুযোগ পাবেন (Ola S1 and S1 Pro scooters)।
ওলার ফাউন্ডার ও সিইও, ভাবিশ আগরবাল ট্যুইট করে বলেন,'আমাদের এস১ টেস্ট রাইডগুলিতে এমন দারুণ প্রতিক্রিয়া দেখে আমি বিস্মিত এবং গর্বিত। আপনাদেরই হাজার হাজার মানুষ এটি চড়েছেন এবং পছন্দ করেছেন।'
Amazed and proud to see the strong response to our S1 test rides! Thousands of you have tried & loved it! We’re now expanding test rides to 1000+ cities across India by Dec 15. This is the largest direct to consumer outreach in Indian automotive history! #JoinTheRevolution pic.twitter.com/ErxXkflQzO
— Bhavish Aggarwal (@bhash) November 20, 2021
তিনি আরও বলেন, 'আমরা এই টেস্ট রাইড পরিষেবা ১৫ ডিসেম্বরের মধ্যে গোটা দেশের হাজারের বেশি শহরে দিচ্ছি। ভারতে মোটরগাড়ির ইতিহাসে (Indian automotive history) সরাসরি উপভোতক্তার (direct-to-consumer) কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় পদক্ষেপ।'
ইতিমধ্যেই, ১০ নভেম্বর, বেঙ্গালুরু, দিল্লি, আমদাবাদ ও কলকাতায় শুরু হয়েছে ওলা ই-স্কুটারের টেস্ট রাইড। এরপর ১৯ নভেম্বর দেশের আরও পাঁচ শহর - চেন্নাই, হায়দরাবাদ, কোচি, মুম্বই ও পুণেতে টেস্ট রাইড শুরু হয়ে গিয়েছে।
ওলা ইলেক্ট্রিকের চিফ বিজনেস অফিসার, অরুণ সর্দেশমুখ বলেন, 'আমাদের টেস্ট রাইডগুলিতে গ্রাহকদের প্রতিক্রিয়া অসাধারণভাবে ইতিবাচক এবং আমাদের ওলা এস১ স্কুটারের জন্য তাদের উত্তেজনা দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত।'
ক্রেতাদের জন্য এর পরের দফার টেস্ট রাইড শুরু হবে ২৭ নভেম্বর থেকে। সেই তালিকায় আছে আরও ১১ শহর - সুরাত, তিরুবনন্তপুরম, কোজিকোড়, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, জয়পুর, কোয়েম্বাটোর, বদোদরা, ভুবনেশ্বর, তিরুপ্পুর ও নাগপুর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)