Omicron : ওমিক্রন-আতঙ্কের মাঝেই হদিশ নেই মোরাদাবাদে বিদেশ ফেরত ১৩০ জন যাত্রীর
130 people from abroad are missing in Moradabad : সম্প্রতি মোরাদাবাদ ফেরত জম্মুর এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নজরে আসে। ওমিক্রন আবহে এরপরই আতঙ্ক ছড়ায়।
মোরাদাবাদ : ওমিক্রন-আতঙ্কের মাঝেই উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে নিখোঁজ বিদেশ ফেরত ১৩০ জন যাত্রী। মোরাদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দিনকয়েক আগে ৫১৯ জন যাত্রী বিদেশ থেকে ফেরেন। তাঁদের মধ্যে ১৩০ জনের খোঁজ মিলছে না।
সম্প্রতি মোরাদাবাদ ফেরত জম্মুর এক বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ায় বিষয়টি নজরে আসে। ওমিক্রন আবহে এরপরই আতঙ্ক ছড়ায়। জম্মু প্রশাসনের তরফে বিষয়টি উত্তরপ্রদেশ সরকারকে জানানো হয়। বিদেশ ফেরত ওই ১৩০ জন উত্তরপ্রদেশ ছাড়াও অন্য রাজ্যেও গিয়েছেন বলে মোরাদাবাদ স্বাস্থ্য দফতরের দাবি।
আরও পড়ুন :
উদ্বেগ বাড়ছেই, মহারাষ্ট্রে আরও ওমিক্রন আক্রান্তের হদিশ, মুম্বইতেই ৭
ভারতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মহারাষ্ট্রে মঙ্গলবার আরও আট জনের দেহে মিলল করোনার এই নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের হদিশ। আক্রান্তদের মধ্যে সাতজনই মুম্বইয়ের। রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। আর একজন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।গুজরাতের সুরাতেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজন ওমিক্রন পজিটিভ। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৬১। এদিকে Omicron-আতঙ্কের মধ্যে, আজ থেকে মুম্বইয়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলছে। এরই মধ্যে তেলঙ্গনাতে মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ। কেনিয়া থেকে আসা যাত্রীর শরীরে মিলেছে ভাইরাসের এই ভ্যারিয়েন্ট।
বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখাল ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল। সম্প্রতি মোট ২ হাজার ২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯ শতাংশ কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। পৃথক পৃথক ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে, ওমিক্রনকে আটকাতেও কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি, দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির।
আরও পড়ুন :