Maharashtra Omicron Outbreak: উদ্বেগ বাড়ছেই, মহারাষ্ট্রে আরও ওমিক্রন আক্রান্তের হদিশ, মুম্বইতেই ৭
Maharashtra Omicron Outbreak:রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। আর একজন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।
মুম্বই: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ। মহারাষ্ট্রে মঙ্গলবার আরও আট জনের দেহে মিলল করোনার এই নয়া ভ্যারিয়েন্ট সংক্রমণের হদিশ। আক্রান্তদের মধ্যে সাতজনই মুম্বইয়ের। রাজ্যের স্বাস্থ্য দফতরের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে। আর একজন ভাসাই বিহারের। রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানানো হয়েছে।
একইসঙ্গে রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮। তাঁদের মধ্যে অবশ্য আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ হওয়ার পর ৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর প্রাথমিকভাবে যে তথ্য জানিয়েছে, তাতে আট ওমিক্রন আক্রান্তের বিদেশে যাওয়ার কোনও রেকর্ড নেই।
এর আগে এদিন দিল্লি, রাজস্থানে নয়া ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবমিলিয়ে দেশে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংগঠন ওমিক্রন ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট বলে চিহ্নিত করেছে এবং বিশ্বের প্রায় ৬০ দেশে এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল দক্ষিণ আফ্রিকায়।
জানা গেছে, এদিন মহারাষ্ট্রে যে আট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে, তাঁদের বিদেশে যাতায়াতের কোনও রেকর্ড নেই। তবে একজন ব্যঙ্গালোর গিয়েছিলেন, অন্যজন ফিরেছেন দিল্লি থেকে।
আক্রান্তদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। তাঁদের মধ্যে তিন জন উপসর্গহীন। বাকি পাঁচজনের মৃদু উপসর্গ রয়েছে বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন জন মহিলা, পাঁচ জন পুরুষ। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয় জনকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।
তবে প্রতিদিন যেভাবে দেশের একাধিক রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খবর সামনে আসছে তা নিয়ে চিন্তা মেঘ জমা হচ্ছে স্বাস্থ্যমহলে। NITI আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডক্টর ভি কে পল একটি সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাবল্য (Corona Second Wave) কমতে শুরু করেছে। কিন্তু যেভাবে মাস্ক পরার অনীহা দেখা দিচ্ছে সেখানে ফের করোনার বিপদ সীমায় প্রবেশ করছে ভারত। এমনটাই আশঙ্কা।
ইতিমধ্যেই, বিভিন্ন রাজ্য থেকে একের পর এক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলছে। তালিকায় আছে, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল।