Prashant Kishore attacks Centre: শোকে মুহ্যমান দেশেও মিথ্যাচার, নিজেদের নির্লজ্জ আত্মপ্রচার, কেন্দ্রকে তীব্র আক্রমণ পিকের
প্রশান্ত কিশোরের সমালোচনা, ইতিবাচক ভাবভঙ্গি গ্রহণ করার জন্য অন্ধ আত্মপ্রচারক হওয়ার প্রয়োজন নেই সরকারের।
নয়াদিল্লি: ইতিবাচক পরিবেশ দেখানোর নামে চালানো হচ্ছে মিথ্যাচার, চলছে নিজেদের আত্মপ্রচার। গোটা দেশজুড়ে যখন একাধিক খারাপ ঘটনার জেরে শোকে মুহ্যমান। তখন অন্ধ হয়ে নিজেদের আত্মপ্রচারে ব্যস্ত নির্লজ্জ এই সরকার। ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন প্রশান্ত কিশোর।
গোটা ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামিতে লন্ডভন্ড। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমিত, মৃতের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিনই জানাচ্ছে, ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। যার ফলে দৈনিক মৃত্যুতে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন।
কোভিডের জেরে দেশের বর্তমানে এই অবস্থার জেরে একাধিক জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের নীতিহীনতা ও আগের বছর করোনার প্রথম ঢেউয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করাকে তোলা হচ্ছে কাঠগড়ায়। তার মাঝে আবার এক পক্ষের অভিযোগ, পরিস্থিতির ভয়াবহতার বর্ণণার বদলে বরং তথ্য ঢাকতে ব্যস্ত সরকার।
ভোট কুশলী প্রশান্ত কিশোর যার সঙ্গে জুড়েছেন, নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে মিথ্যাচার ও নির্লজ্জ আত্মপ্রচারের অভিযোগ। এদিন ট্যুইটারে তিনি লেখেন, 'সবার সামনে রোজ একাধিক হৃদয়বিদারক ঘটনা ঘটছে। গোটা দেশ এই মুহূর্তে শোকে মুহ্যমান। এই সময়েও ইতিবাচক পরিবেশ ছড়ানোর নামে যেভাবে মিথ্যাচার ও আত্মপ্রচার চালানো হচ্ছে তা সত্যিই কদর্য। ইতিবাচক ভাবভঙ্গি গ্রহণ করার জন্য অন্ধ আত্মপ্রচারক হওয়ার প্রয়োজন নেই সরকারের।'
সম্প্রতি বঙ্গ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃতীয়বার ক্ষমতায় আনার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ভোটের ফলাফল বেরোনোর পরই সবাইকে চমকে দিয়ে জানিয়েও দিয়েছিলেন আর ভোটকুশলীর কাজ করবেন না তিনি। তারপর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কী এবার ফের সরাসরি রাজনীতিতে নামবেন জেডিইউয়ের প্রাক্তন সহ সভাপতি। যে বিষয়ে এখনও মুখে কুলুপ বজায় রাখলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনার রেশ জারি রেখেছেন পিকে।