Ukrain Russia War : ভারতে একই ছাদের নিচে বেঁধে-বেঁধে থাকছেন ইউক্রেন-রাশিয়ার বাসিন্দারা !
Tiruvannamalai তে আটকে রয়েছেন ৬ ইউক্রেনীয় ও ১৬ রাশিয়ান বাসিন্দা।
তিরুঅনন্তপুরম : ঈশ্বরের বাসভূমি, মন্দির নগরী। এই নামেই সকলে চেনে তিরুভান্নামালাইকে (Tiruvannamalai)। এখানেই যেন সাক্ষাৎ ভগবানের দেখা পেয়েছেন ইউক্রেন ও রাশিয়ার বাসিন্দারা ? অবাক হলেন ? যুদ্ধ বিধ্বস্ত তাঁদের দেশ। চলছে হিংসার রাজত্ব। রাশিয়ার হানায় এখন ইউক্রেনের বহু শহর মৃত্যুপুরী। আর পর্যটনে এসে ভারতে আটকে দুই দেশেরই বেশ কিছু পর্যটক। আর তাঁদেরই বিপদকালে জীবন দিল ভরতের এই শহরের বাসিন্দারা। সূত্রের খবর, Tiruvannamalai তে আটকে রয়েছেন ৬ ইউক্রেনীয় ও ১৬ রাশিয়ান বাসিন্দা। যুদ্ধের আবহে দেশে ফিরতে পারছেন না তাঁরা।
The New Indian Express -এর একটি রিপোর্ট অনুসারে, Tiruvannamalai এর এক বাসিন্দা ভিএস সাথ্যন ( VS Sathyan Gopalan ) স্থানীয় কিছু বাসিন্দার সহযোগিতায় আটকে পড়া পর্যটকদের সাহায্যে এগিয়ে এসেছেন। গোপালান আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছেন।
VS Sathyan Gopalan সংবাদমাধ্যকে জানিয়েছেন, "আমরা ঠিক করেছি, রাশিয়া ও ইউক্রেন থেকে আসা পর্যটকদের এই বিপদের দিনে সাহায্য করব। এতে বিশাল কিছু টাকা-পয়সা লাগবে না। আমি ইতিমধ্যেই থাকার জায়গার ব্যবস্থা করেছি। বিদ্যুতের বিল দেব। আমার বন্ধুরা রেশনের ব্যবস্থা করছেন ''
অরুণাচলেশ্বর মন্দিরের কাছে দুই ইউক্রেনীয়কে কাঁদতে দেখে, তাঁদের সাহায্য করার কথা ভাবেন গোপালন। বর্তমানে, গোপালনের গেস্ট হাউসের ১৪ টি কক্ষের মধ্যে ১১টি পূর্ণ। তবে তিনি আরও আটকা পড়া পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। গোপালান খাবার ও আবাসনের ব্যবস্থা করে সারা দেশে ইউক্রেনীয় পর্যটকদের সাহায্য করার চেষ্টা করছেন।
তবে যুদ্ধের আবহেই ভারতে আটকে পড়া ইউক্রেনীয় এবং রাশিয়ান পর্যটকদের মধ্যে মেলবন্ধন অনেককে হতবাক করেছে। যুদ্ধের মধ্যেও দু'জন রাশিয়ান মনোবিজ্ঞানী ইউক্রেনীয়দের কাউন্সেলিং করছেন। এই রাশিয়ানরাও পুতিনের সিদ্ধান্তে বিরক্ত। তারা ইউক্রেনীয়দের কাছে বক্তব্য অনুবাদ করে বলছে যেহেতু ইউক্রেনের লোকেরা ইংরেজি জানে না।